ভারতে ত্রিপুরায় আগরতলা ক্রীড়া দপ্তরের সম্মাননা পেলেন বাংলাদেশের জাতীয় ফুটবলার রেহানা পারভীন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই সম্মাননা দেওয়া হয়।
ভারতের ত্রিপুরায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করেন ক্রীড়ামন্ত্রি টিঙ্কু রায়।

ছিলেনা বিধায়িকা কল্যাণী রায় সহ পদ্মশ্রী অলিম্পিয়ার দীপা কর্মকার, দ্রোনাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেব বর্মা, বাংলাদেশ থেকে আগত জাতীয় ফুটবলার রেহানা পারভীন সহ বিশিষ্ট জনেরা। পরে বিভিন্ন বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। ত্রিপুরায় এই সম্মাননা পেয়ে অভিভূত রেহানা পারভীন। তিনি বলেন, ওনারা সম্মাননা খুবই আন্তরিক ও যত্নশীল। আমাদের এখনো তাদের থেকে অনেক শেখার আছে।


























