বিশ্ব মা দিবসে একুশে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আমার মা আমার পৃথিবী’। এতে সন্তানসহ উপস্থিত থাকবেন দেশের আলোচিত চার অভিনেত্রী।
১৩ মে, রোববার প্রচার হতে যাওয়া অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনা করেছেন দীপু হাজরা। একুশে টেলিভিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেবেন রিচি সোলায়মান ও তার ছেলে প্রথম, বাঁধন ও তার মেয়ে সায়েরা, ফারজানা চুমকি ও তার ছেলে ফারশাদ এবং দীপা খন্দকার ও তার ছেলে আদ্রিক। এটি উপস্থাপনা করবেন বর্ষীয়সী অভিনেত্রী শর্মিলী আহমেদ।
আলোচনা হলেও মা ও তাদের সন্তানদের বিভিন্ন পারফরম্যান্সে পুরো অনুষ্ঠানটি ভিন্নতা পাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিথি মায়েদের প্রত্যেকেই নিজস্ব অবস্থানে প্রতিষ্ঠিত ও ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও সন্তানদের তারা কীভাবে সময় দেন, সন্তানের প্রতি মায়ের মমত্ব, দায়িত্ববোধ কীভাবে পালন করেন, সেটাই উঠে এসেছে তাদের আলোচনায়।
প্রথম উপস্থাপনার অভিজ্ঞতা বলতে গিয়ে শর্মিলী আহমেদ বলেন, ‘জীবনে বহু মাধ্যমে আমি অভিনয় করেছি, যেটি নতুন করে বলার কিছু নেই। কিন্তু হঠাৎ করে দীপু আমাকে ধরল একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতে হবে। শুনে আমি তো বেশ ঘাবড়ে গিয়েছিলাম।
ও আমাকে ভালো করে বোঝাল। আর যেহেতু অনুষ্ঠানটি মাকে কেন্দ্র করে, সেহেতু আমার দুর্বলতা তো আছেই। কারণ আমিও তো একজন মা। ধন্যবাদ দীপু হাজরাকে আমাকে নতুন পরিচয়ে পরিচিত করাবার জন্য। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।’


























