কান চলচ্চিত্র উৎসবে ব্যতিক্রমী অঙ্গভঙ্গি করে বিশেষ নজর কাড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ১১ মে, শুক্রবার ৭১তম কান চলচ্চিত্র উৎসবে চীনা ছবি ‘অ্যাশ ইজ দ্য পিউরেস্ট হোয়াইট’-এর প্রিমিয়ার শোতে ফুলের মতো একটি পোশাক পরে হাজির হন দীপিকা। এ সময় ভেংচি কেটে ক্যামেরার মুখোমুখি হন তিনি।
জীবনযাত্রাবিষয়ক ওয়েবসাইট পিঙ্ক ভিলার প্রতিবেদনে জানানো হয়, দীপিকাকে সবসময়ই হাস্যোজ্জ্বল আর উচ্ছ্বল থাকতে দেখা যায়। দুষ্টুমিতেও তিনি বেশ পটু। এবারে কান উৎসবে বৃহস্পতিবার দীপিকা পরেন একটি সোনালি রঙের গাউন। পরের দিন ‘আশি স্টুডিও’র নকশা করা গোলাপি রঙের ফুলের মতো একটি গাউন পরে ক্যামেরার সামনে ভেংচি কেটে পোজ দেন তিনি।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ফ্রান্সের কানে চলমান এই উৎসবে আগামীকাল দেখা মিলবে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। ৮ মে থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী উৎসবটি চলবে ১৯ মে পর্যন্ত।


























