ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ১৩ মে, রোববার মা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচার করা হবে মেহজাবিন অভিনীত বিশেষ নাটক ‘এই শহরটা আমার জন্য না’। এ নাটকে তিনি অর্পা চরিত্রে অভিনয় করবেন।
১২ মে, শনিবার আরটিভি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাটকটি প্রচারিত হবে রাত ৮টায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই শহরটা আমার জন্য না’ নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন। এতে মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন জোভান, শায়লা ইসলাম, আবদুর রহমানসহ আরও অনেকে।
কাহিনি সংক্ষেপ: সুমন (জোভান) ও সুমনের মা শহরে নতুন। ভালো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে ভর্তি হন সুমন। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না তিনি। বিশ্ববিদ্যালয়ে সবাই সুমনকে নিয়ে মজা করে। এমন অবস্থায় অর্পা (মেহজাবীন) ভার্সিটিতে সুমনের পাশে দাঁড়ায়।
সুমনের মা সেলাই করে সংসার চালায়। অভাবে দিন কাটে তাদের। একপর্যায়ে আধুনিক হতে সুমন মায়ের কাছে আবদার করে মোবাইল ও বাইকের। ছেলের আবদার পূরণের জন্য মানুষের কাছ থেকে টাকা ধার ও সাহায্য চায় মা। শেষ পর্যন্ত এক অফিসে কাজের বুয়ার চাকরি পায় সুমনের মা। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।


























