প্রতারণার শিকার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পশ্চিমবঙ্গের একটি আর্থিক প্রতিষ্ঠান জালিয়াতি করে তাঁর ইএমআই কার্ড ব্যবহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তাঁর। কসবা থানায় গেলো শনিবার ওই আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ে করেছেন।
এব্যাপারে কসবা থানা কর্মকর্তারা জানান, শ্রীলেখা মিত্র পার্লারসহ বিভিন্ন ধরণের ঋণ সেবা নেন একটি নন-ব্যাংকিং ফিন্যানসিয়াল প্রতিষ্ঠান থেকে। অভিনেত্রীর দাবি তিনি সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেছেন।
কিন্তু গেলো ৭ মাস ধরে তাঁর ইএমআই কার্ড দিয়ে প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতি মাসে ৬ হাজার টাকা করে কেটেছে প্রতিষ্ঠানটি।
শ্রীলেখা মিত্রের অভিযোগ, ইএমআই নেওয়ার জন্য তিনি যে সমস্ত নথি জমা করেছিলেন, সেখান থেকেই তাঁর সই জাল করা হয়েছে। ফলে অনায়াসেই EMI কার্ড দিয়ে ১ লক্ষ ১৮ হাজার টাকার কেটে নেওয়া হয়েছে। সংস্থার কোনও কর্মীই এ কাজ করেছেন বলে অনুমান তাঁর।
টাকা কাটলে মোবাইলে মেসেজ আসে ঠিকই। কিন্তু সবসময় মেসেজ দেখা হয় না। ফলে বিষয়টা প্রথমে নজরে পড়েনি তাঁর। সম্প্রতি বিষয়টি চোখে পড়তেই দেখেন, মোটা অঙ্কের অর্থের জালিয়াতি হয়েছে তাঁর সঙ্গে। এমন ঘটনায় বেশ উদ্বিগ্ন তিনি।


























