১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

প্রজাপতি স্টাইলে লাল গালিচায় ঐশ্বরিয়া

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। কান চলচ্চিত্র উৎসবের লাল লাগিচায় প্রথম পা রাখেন ২০০০ সালে। এরপর থেকেই নিজের রূপের ঝলকে ভক্তদের মন জয় করেছেন। এবার ৭১তম কানের লাল গালিচায় রূপের দ্যুতি ছড়িয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মাইকেল সিনকোর ডিজাইন করা বেগুনি রঙের একটি গাউন পরে রবিবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় উঠে ছিলেন ঐশ্বরিয়া। বেগুনি রঙের গাউনে প্রজাপতি স্টাইলে মারমেইড গাউনটিতে বেশ আকর্ষণীয় লাগছিল এ অভিনেত্রীকে। গাউনের সঙ্গে মিলিয়ে আইব্রো ও কানের দুল পরেছিলেন ঐশ্বরিয়া, যা তার রূপের মাত্রা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই হাজির হয়েছেন ঐশ্বরিয়া। গার্লস অব দ্য সান সিনেমার প্রদর্শনীর পূর্বে লাল গালিচায় হাঁটেন ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী এ অভিনেত্রী। এ উৎসবে ঐশ্বরিয়ার এটি ১৭তম উপস্থিতি। বিখ্যাত প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি এ উৎসবে হাজির হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

প্রজাপতি স্টাইলে লাল গালিচায় ঐশ্বরিয়া

প্রকাশিত : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। কান চলচ্চিত্র উৎসবের লাল লাগিচায় প্রথম পা রাখেন ২০০০ সালে। এরপর থেকেই নিজের রূপের ঝলকে ভক্তদের মন জয় করেছেন। এবার ৭১তম কানের লাল গালিচায় রূপের দ্যুতি ছড়িয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মাইকেল সিনকোর ডিজাইন করা বেগুনি রঙের একটি গাউন পরে রবিবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় উঠে ছিলেন ঐশ্বরিয়া। বেগুনি রঙের গাউনে প্রজাপতি স্টাইলে মারমেইড গাউনটিতে বেশ আকর্ষণীয় লাগছিল এ অভিনেত্রীকে। গাউনের সঙ্গে মিলিয়ে আইব্রো ও কানের দুল পরেছিলেন ঐশ্বরিয়া, যা তার রূপের মাত্রা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই হাজির হয়েছেন ঐশ্বরিয়া। গার্লস অব দ্য সান সিনেমার প্রদর্শনীর পূর্বে লাল গালিচায় হাঁটেন ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী এ অভিনেত্রী। এ উৎসবে ঐশ্বরিয়ার এটি ১৭তম উপস্থিতি। বিখ্যাত প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি এ উৎসবে হাজির হয়েছেন।