০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

৭১তম কানের প্রতিযোগিতায় লড়ছে ২১ সিনেমা

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসব। বরাবরের মতো এবারো ফ্রান্সের দক্ষিণে সমুদ্রতীরবর্তী কান শহরের `পালো দো ফেস্টিভাল` ভবনে চলছে উৎসবটির ৭১তম আসর। গত ৮ মে থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে ১৯ মে পর্যন্ত।

এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মোট ৮৭ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্য থেকে প্রতিযোগিতা বিভাগের জন্য ২১টি ছবি বাছাই করা হয়েছে। সেখান থেকে আবার সেরা ১টি ছবি জিতবে `পাম ডি`অঁর` পুরস্কার।

চলুন দেখে নেই `পাম ডি`অঁর` পুরস্কারের জন্য লড়াই করা ২১টি ছবির তালিকা-

এভরি বডি নোজ
অ্যাট ওয়ার

দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি

এইকা

ডগম্যান

লে লিভ্রে ডি’ইমেজ

নাইফ হার্ট

আসাকো ১ ও ২

স্যরি এঞ্জেল

গার্লস অব দ্য সান

অ্যাশ ইস পিওরেস্ট হোয়াইট

শপলিফটার্স

কেপারনৌম

বার্নিং

ব্ল্যাকল্যান্সম্যান

আন্ডার দ্য সিলভার লেক

থ্রী ফেইসেস

কোল্ড ওয়ার

লাযেরো ফেলিস

জুমেদিন

লেটো (লে’ এতে)

এবারের উৎসবে বিচারকদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। উৎসবে প্রতিযোগিতা বিভাগের কোন ছবি ‘পাম ডি`অঁর’ পুরষ্কার জিতবে সেই গুরুদায়িত্ব সামলাবেন অস্কার বিজয়ী এই অভিনেত্রী। তার নেতৃত্বে বেশ কয়েকজন বিচারক কাজ করবেন।

ট্যাগ :
জনপ্রিয়

৭১তম কানের প্রতিযোগিতায় লড়ছে ২১ সিনেমা

প্রকাশিত : ০৩:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসব। বরাবরের মতো এবারো ফ্রান্সের দক্ষিণে সমুদ্রতীরবর্তী কান শহরের `পালো দো ফেস্টিভাল` ভবনে চলছে উৎসবটির ৭১তম আসর। গত ৮ মে থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে ১৯ মে পর্যন্ত।

এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মোট ৮৭ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্য থেকে প্রতিযোগিতা বিভাগের জন্য ২১টি ছবি বাছাই করা হয়েছে। সেখান থেকে আবার সেরা ১টি ছবি জিতবে `পাম ডি`অঁর` পুরস্কার।

চলুন দেখে নেই `পাম ডি`অঁর` পুরস্কারের জন্য লড়াই করা ২১টি ছবির তালিকা-

এভরি বডি নোজ
অ্যাট ওয়ার

দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি

এইকা

ডগম্যান

লে লিভ্রে ডি’ইমেজ

নাইফ হার্ট

আসাকো ১ ও ২

স্যরি এঞ্জেল

গার্লস অব দ্য সান

অ্যাশ ইস পিওরেস্ট হোয়াইট

শপলিফটার্স

কেপারনৌম

বার্নিং

ব্ল্যাকল্যান্সম্যান

আন্ডার দ্য সিলভার লেক

থ্রী ফেইসেস

কোল্ড ওয়ার

লাযেরো ফেলিস

জুমেদিন

লেটো (লে’ এতে)

এবারের উৎসবে বিচারকদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। উৎসবে প্রতিযোগিতা বিভাগের কোন ছবি ‘পাম ডি`অঁর’ পুরষ্কার জিতবে সেই গুরুদায়িত্ব সামলাবেন অস্কার বিজয়ী এই অভিনেত্রী। তার নেতৃত্বে বেশ কয়েকজন বিচারক কাজ করবেন।