মৌলভীবাজারের কমলগঞ্জে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জাম সহ দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এস আই আমিনুল ইসলাম নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম সঙীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকায় আব্দুল হাই প্রকাশ কালাবন এর টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি জুয়ারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও মধ্যভাগ গ্রামের আব্দুর ওয়াহিদ পুত্র আব্দুর রহমান (৫৭), ও একই গ্রামের ধলই মিয়া ছেলে মো.খলকু মিয়া (৪৮) কে পুলিশ আটক করে।
এসময়ে জুয়ায় নগদ অর্থসহ জুয়ার ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
এদিকে পুলিশ বাদী মো আব্দুর রহমান,খলকু মিয়া
আমান উল্লাহ, আব্দুল হাই প্রকাশ কালাবনসহ অজ্ঞাত আরো ৫/৬ জন আসামী করে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত দুই ব্যক্তিসহ পলাতকদের নাম উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে।
০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জুয়ার সরঞ্জামসহ পুলিশের হাতে আটক দুই জুয়ারী
-
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৬:০২:২১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- 149
ট্যাগ :
জনপ্রিয়




















