০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্রসহ ৪ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে সরাইল থানার পুলিশ। রোববার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩০ ঘটিকার সময় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (২৫), সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী (মুলবর্গ) গ্রামের মৃত আঃ হামিদ ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৪০)। সফিক মিয়া (২৭) শাহবাজপুর ইউনিয়নের কাংকু মিয়ার পাড়া এলাকার বাবুল মিয়া ওরফে বাবর মিয়ার ছেলে ও শাহবাজপুর (মৌলভীপাড়া) গ্রামের মোঃ রহিম মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (৩০)।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে সরাইল থানার পক্ষে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানায় সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন-১, এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন-২, এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক, এসআই (নিঃ) মোঃ তারিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ উজ্জল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল করার উদ্দেশ্যে রোববার দিবাগত রাতে সরাইল থানাধীন অন্নদার মোড় অবস্থান করাকালে গোপন সংবাদ পায় যে সরাইল থানাধীন কালিকচ্ছ ইউপির ধরন্তী সাকিনস্থ ধরন্তী ব্রীজের আগে বটতলার পাশে মাক্কি মিয়ার মাঠে কতিপয় ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে সমাবেত হইয়া ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্ত হওয়ার পর অভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হইলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে উপর্রোক্ত অফিসার ফোর্সসহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (২৫), সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী(মুলবর্গ) গ্রামের মৃত আঃ হামিদ ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৪০)। সফিক মিয়া (২৭) শাহবাজপুর ইউনিয়নের কাংকু মিয়ার পাড়া এলাকার বাবুল মিয়া ওরফে বাবর মিয়ার ছেলে ও শাহবাজপুর (মৌলভীপাড়া) গ্রামের মোঃ রহিম মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি স্টিলের বাটযুক্ত স্টিলের চাপাতি, একটি লোহার হাতল বিশিস্ট কুড়াল, দুইটি কাঠের বাটযুক্ত রামদা উদ্ধার করে জব্দ করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামী ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ০৫টি ডাকাতির প্রস্তুতি ও ০১টি অস্ত্র আইনের মামলা ও মোঃ সফিক এর বিরুদ্ধে ০১টি ডাকাতি, ০১টি ডাকাতির প্রস্তুতি, ০১টি সিধেল চুর, ০১টি মাদক মামলা রয়েছে, মোঃ জালাল মিয়ার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ রয়েছে এবং তাদের স্থানীয় রিপোর্ট অত্যান্ত খারাপ বলে জানা যায়।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্রসহ ৪ ডাকাত আটক

প্রকাশিত : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে সরাইল থানার পুলিশ। রোববার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩০ ঘটিকার সময় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (২৫), সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী (মুলবর্গ) গ্রামের মৃত আঃ হামিদ ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৪০)। সফিক মিয়া (২৭) শাহবাজপুর ইউনিয়নের কাংকু মিয়ার পাড়া এলাকার বাবুল মিয়া ওরফে বাবর মিয়ার ছেলে ও শাহবাজপুর (মৌলভীপাড়া) গ্রামের মোঃ রহিম মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (৩০)।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে সরাইল থানার পক্ষে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানায় সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন-১, এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন-২, এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক, এসআই (নিঃ) মোঃ তারিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ উজ্জল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল করার উদ্দেশ্যে রোববার দিবাগত রাতে সরাইল থানাধীন অন্নদার মোড় অবস্থান করাকালে গোপন সংবাদ পায় যে সরাইল থানাধীন কালিকচ্ছ ইউপির ধরন্তী সাকিনস্থ ধরন্তী ব্রীজের আগে বটতলার পাশে মাক্কি মিয়ার মাঠে কতিপয় ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে সমাবেত হইয়া ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্ত হওয়ার পর অভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হইলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে উপর্রোক্ত অফিসার ফোর্সসহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (২৫), সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী(মুলবর্গ) গ্রামের মৃত আঃ হামিদ ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৪০)। সফিক মিয়া (২৭) শাহবাজপুর ইউনিয়নের কাংকু মিয়ার পাড়া এলাকার বাবুল মিয়া ওরফে বাবর মিয়ার ছেলে ও শাহবাজপুর (মৌলভীপাড়া) গ্রামের মোঃ রহিম মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি স্টিলের বাটযুক্ত স্টিলের চাপাতি, একটি লোহার হাতল বিশিস্ট কুড়াল, দুইটি কাঠের বাটযুক্ত রামদা উদ্ধার করে জব্দ করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামী ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ০৫টি ডাকাতির প্রস্তুতি ও ০১টি অস্ত্র আইনের মামলা ও মোঃ সফিক এর বিরুদ্ধে ০১টি ডাকাতি, ০১টি ডাকাতির প্রস্তুতি, ০১টি সিধেল চুর, ০১টি মাদক মামলা রয়েছে, মোঃ জালাল মিয়ার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ রয়েছে এবং তাদের স্থানীয় রিপোর্ট অত্যান্ত খারাপ বলে জানা যায়।

বিজনেস বাংলাদেশ/ bh