০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

স্ত্রীকে ‘ঠান্ডা রাখতে’ ফুল নিয়ে মেগানের বাবা

এক সপ্তাহ পরেই ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। মেয়ের বিয়ের আগে সাবেক স্ত্রী ডোরিয়া র‍্যাগল্যান্ডের বাড়িতে হাতে একগুচ্ছ ফুল নিয়ে ছুটেছেন বাবা থমাস মার্কেল। সাবেক স্ত্রীর মাথা ঠান্ডা রাখতেই তার বাড়ির সামনে ফুল নিয়ে গেছেন থমাস, এমনটাই মনে করা হচ্ছে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেগানের মা ডোরিয়া র‍্যাগল্যান্ডের বাড়ির দরজার সামনে একগুচ্ছ ফুল নিয়ে যান থমাস। সম্প্রতি তার ফুল নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, মেয়ের বিয়ের আগে সাবেক স্ত্রী যেন কোনো রকম রাগারাগি না করে একটু শান্তিপূর্ণ জীবনযাপন করেন। অবশ্য সাবেক স্ত্রীর দরজার সামনে পর্যন্ত গেলেও সে ফুল আর ডোরিয়া র‍্যাগল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়নি থমাসের। ফুলগুলো দরজার সামনে রেখেই ফিরে যান তিনি।

মার্কিন সিনেমাটোগ্র্যাফার থমাস মার্কেল ১৯৭৯ সালে বিয়ে করেছিলেন ডোরিয়া র‍্যাগল্যান্ডকে। এরপর ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। মেগান তখন একদমই ছোট ছিল। সেই থেকে মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে বেড়ে ওঠেন মেগান।

ট্যাগ :
জনপ্রিয়

স্ত্রীকে ‘ঠান্ডা রাখতে’ ফুল নিয়ে মেগানের বাবা

প্রকাশিত : ০৮:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

এক সপ্তাহ পরেই ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। মেয়ের বিয়ের আগে সাবেক স্ত্রী ডোরিয়া র‍্যাগল্যান্ডের বাড়িতে হাতে একগুচ্ছ ফুল নিয়ে ছুটেছেন বাবা থমাস মার্কেল। সাবেক স্ত্রীর মাথা ঠান্ডা রাখতেই তার বাড়ির সামনে ফুল নিয়ে গেছেন থমাস, এমনটাই মনে করা হচ্ছে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেগানের মা ডোরিয়া র‍্যাগল্যান্ডের বাড়ির দরজার সামনে একগুচ্ছ ফুল নিয়ে যান থমাস। সম্প্রতি তার ফুল নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, মেয়ের বিয়ের আগে সাবেক স্ত্রী যেন কোনো রকম রাগারাগি না করে একটু শান্তিপূর্ণ জীবনযাপন করেন। অবশ্য সাবেক স্ত্রীর দরজার সামনে পর্যন্ত গেলেও সে ফুল আর ডোরিয়া র‍্যাগল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়নি থমাসের। ফুলগুলো দরজার সামনে রেখেই ফিরে যান তিনি।

মার্কিন সিনেমাটোগ্র্যাফার থমাস মার্কেল ১৯৭৯ সালে বিয়ে করেছিলেন ডোরিয়া র‍্যাগল্যান্ডকে। এরপর ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। মেগান তখন একদমই ছোট ছিল। সেই থেকে মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে বেড়ে ওঠেন মেগান।