০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

উপমার জন্মদিনে শুভেচ্ছা

মেধাবী ও আ‌লো‌চিত সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমার জন্মদিন আজ । জন্মদিনে আজকের বিজনেস পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শুভ জন্মদিন। ‌ উপমা বর্তমানে দেশের বাই‌রে আ‌ছেন।

সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

তরুণ প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা। ছোটবেলা থেকেই উপমা সংগীতচর্চা করছেন। হাতেখড়ি হাফিজ উদ্দিন হীরার কাছে। তিন বছরের কোর্স করেন নজরুল একাডেমি থেকে। এছাড়া শিল্পকলা একাডেমি থেকেও প্রশিক্ষণ নিয়েছেন। নজরুল, আধুনিক, পুরোনো দিনের গান পরিবেশনে পারদর্শী উপমা।

উপমার প্রথম একক এ্যালবাম প্রকাশ করা হয় ২০১৪ সালে। পাশাপাশি ১০টির মতো মিক্সড এ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে প্লেব্যাক করার সুযোগও হয়েছে তার। প্রথম প্লেব্যাক করেন ২০১৩ সালে। অল্পসময়ে নিজেকে তৈরি করেছেন এ সময়ের জনপ্রিয় গানের পাখি হিসেবে।

তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারে। তবে উপমা সবচেয়ে বেশি সাড়া পান নিজের প্রথম একক অ্যালবাম ‘তোমার অভাব’-এর টাইটেল গানটির জন্য। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন বেলাল খান।

তিনি গত দু বছর পূর্বে ডেনমার্ক প্রবাসী এমডি সালমান কামাল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তিনি মাঝে মাঝে স্বামীর সাথেও ডেনমার্কে অবস্থান করেন । তাহার পিতা একজন ব্যবসায়ী ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

উপমার জন্মদিনে শুভেচ্ছা

প্রকাশিত : ০৭:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

মেধাবী ও আ‌লো‌চিত সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমার জন্মদিন আজ । জন্মদিনে আজকের বিজনেস পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শুভ জন্মদিন। ‌ উপমা বর্তমানে দেশের বাই‌রে আ‌ছেন।

সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

তরুণ প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা। ছোটবেলা থেকেই উপমা সংগীতচর্চা করছেন। হাতেখড়ি হাফিজ উদ্দিন হীরার কাছে। তিন বছরের কোর্স করেন নজরুল একাডেমি থেকে। এছাড়া শিল্পকলা একাডেমি থেকেও প্রশিক্ষণ নিয়েছেন। নজরুল, আধুনিক, পুরোনো দিনের গান পরিবেশনে পারদর্শী উপমা।

উপমার প্রথম একক এ্যালবাম প্রকাশ করা হয় ২০১৪ সালে। পাশাপাশি ১০টির মতো মিক্সড এ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে প্লেব্যাক করার সুযোগও হয়েছে তার। প্রথম প্লেব্যাক করেন ২০১৩ সালে। অল্পসময়ে নিজেকে তৈরি করেছেন এ সময়ের জনপ্রিয় গানের পাখি হিসেবে।

তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারে। তবে উপমা সবচেয়ে বেশি সাড়া পান নিজের প্রথম একক অ্যালবাম ‘তোমার অভাব’-এর টাইটেল গানটির জন্য। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন বেলাল খান।

তিনি গত দু বছর পূর্বে ডেনমার্ক প্রবাসী এমডি সালমান কামাল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তিনি মাঝে মাঝে স্বামীর সাথেও ডেনমার্কে অবস্থান করেন । তাহার পিতা একজন ব্যবসায়ী ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ