‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এই ছবিটির ১৬ বছর পর আবারও এই সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন সিনেমার পরিচালক দেবাশীষ বিশ্বাস। এই ছবিটির প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর। ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামের তার এ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস।
দীর্ঘ তিনমাসের প্রস্তুতি শেষে রবিবার সিনেমাটির শুটিং শুরু হয়। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে নায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাসের সিক্যুয়েন্স ধারণের মাধ্যমে ছবিটির ক্যামেরা চালু হয়। এ সময় অন্য অভিনয় শিল্পীরাও ছিলেন।
ছবিটি প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ছবির প্রথম পর্বে নায়ক হিসেবে রিয়াজ ভাই অভিনয় করেছেন। দ্বিতীয় সিক্যুয়েলে আমি অভিনয় করছি। এটা আমার জন্য অবশ্যই ভালো লাগার এবং চ্যালেঞ্জের।
তবে চ্যালেঞ্জটি ভালোভাবেই নিয়েছি। ছবিটির জন্য প্রস্তুতিও নিয়েছি। শুটিং করলাম। আশা করি ভালো কিছু হবে।
অপু বিশ্বাস বলেন, দেবাশীষ দাদা একজন ভালো নির্মাতা। তার নির্দেশনায় শুটিং শুরু করলাম। ছবিটিতে শাবনূর আপার জায়গায় আমি অভিনয় করছি। এটা অবশ্যই ভালো লাগার দিক। আমার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করবো।
ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিডেট। পরিচালনার পাশাপাশি ছবিটির গল্পও লিখেছেন দেবাশীষ বিশ্বাস।


























