উত্থানে ফিরেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায়। লেনদেনের একটা সময় সূচক উত্থানে ফিরে আসে। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। যার কারণে লেনদেন শেষে উভয় শেয়ারবাজার পতনেই আবদ্ধ রয়েছে। আজকে (১৪ মে) নিয়ে টানা ৯ কার্যদিবস পতনে দেশের শেয়ারবাজার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬০ পয়েন্ট কমে ১৩০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৭৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৩০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি টাকার। আজ ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৭০টির দর।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭১৪৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৪, সিএসই-৩০ সূচক ৩৬, সিএসসিএক্স ৩১ ও সিএসআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮৪, ১৫৫৬৭, ১০৩৬২ ও ১১৬১ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির,কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে আজ ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৬ লাখ টাকার।

























