খুলনা জেলার কয়রা থানাধীন পূর্ব ঘড়িলাল এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১২০ কেজি হরিণের মাংসসহ ১ পাচারকারী আটক। সোমবার ১৭ এপ্রিল দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৭ এপ্রিল ভোর আনুমানিক ৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন পূর্ব ঘড়িলাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১২০ কেজি হরিণের মাংস, একটি ভ্যানগাড়ী ও ০১ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক কৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাইস্যামারী গ্রামের আজিজ মোল্লার পুত্র মোঃ শাহআলম (৩৫)।
তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস, ভ্যানগাড়ী ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আন্দারমানিক ফরেস্ট অফিস এর ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















