০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

লালগালিচায় নববধূ সোনম কাপুর

বলিউড তারকাদের মধ্যে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে সবার শেষে অংশ নিয়েছেন নববধূ সোনম কাপুর। তাই ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহও ছিল প্রবল। বিয়ে সেরে তড়িঘড়ি করেই কানে পৌঁছেছেন তিনি। বিয়ের পর কানে এটাই সোনমের প্রথম উপস্থিতি।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, রালফ অ্যান্ড রুশোর নকশা করা সাদা রঙের লেহেঙ্গায় দেখা গেছে সোনমকে। এ ছাড়া চুলের রঙের সঙ্গে মিলিয়ে চোপার্ড ব্র্যান্ডের কানের দুল পরেছিলেন সোনম। এবারের আসরে সোনমের স্টাইলিশ হিসেবে রয়েছে তাঁর বোন রেহা কাপুর। আর সোনমের যাবতীয় প্রসাধনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডিপ কেইলে। এ নিয়ে অষ্টমবারের মতো কানে পা রাখলেন সোনম।

আন্তর্জাতিক ব্র্যান্ড ল’রিয়েলের আমন্ত্রণে এবারের কান উৎসবে গিয়েছেন সোনম। একই ব্র্যান্ডের আমন্ত্রণে এবারের কানে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া ও দীপিকা পাডুকোন।

ট্যাগ :
জনপ্রিয়

লালগালিচায় নববধূ সোনম কাপুর

প্রকাশিত : ১২:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮

বলিউড তারকাদের মধ্যে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে সবার শেষে অংশ নিয়েছেন নববধূ সোনম কাপুর। তাই ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহও ছিল প্রবল। বিয়ে সেরে তড়িঘড়ি করেই কানে পৌঁছেছেন তিনি। বিয়ের পর কানে এটাই সোনমের প্রথম উপস্থিতি।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, রালফ অ্যান্ড রুশোর নকশা করা সাদা রঙের লেহেঙ্গায় দেখা গেছে সোনমকে। এ ছাড়া চুলের রঙের সঙ্গে মিলিয়ে চোপার্ড ব্র্যান্ডের কানের দুল পরেছিলেন সোনম। এবারের আসরে সোনমের স্টাইলিশ হিসেবে রয়েছে তাঁর বোন রেহা কাপুর। আর সোনমের যাবতীয় প্রসাধনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডিপ কেইলে। এ নিয়ে অষ্টমবারের মতো কানে পা রাখলেন সোনম।

আন্তর্জাতিক ব্র্যান্ড ল’রিয়েলের আমন্ত্রণে এবারের কান উৎসবে গিয়েছেন সোনম। একই ব্র্যান্ডের আমন্ত্রণে এবারের কানে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া ও দীপিকা পাডুকোন।