০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

শ্রদ্ধাকে বিয়ে করছেন প্রভাস!

সব গুঞ্জন উড়িয়ে পাত্রী বেছে নিলেন প্রভাস। তবে নার্গাজুনের মেয়ে ও অানুশকা শেট্টির কথাও তালিকাও ছিল। সব উগড়ে এবার প্রভাসের ‘সাহো’ ছবিতে শ্রদ্ধা কাপুরকে বেছে নিলেন। তাই ধীরে ধীরে দানা বাঁধছে শ্রদ্ধা কাপুরকে ঘিরে। সেই গুঞ্জনেই এবার বারুদ দিলেন খোদ শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর। তবে সোজাসুজি নয়, হালকা করে ইশারা দিলেন শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে।

সম্প্রতি এক অনুষ্ঠানে শক্তি কাপুর জানান, শ্রদ্ধা আপাতত ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছে। তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই। তবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি। শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নেবে।

প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ‘সাহো’র শুটিং ফ্লোর থেকেই। তবে এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা প্রভাস কেউই।

ট্যাগ :
জনপ্রিয়

শ্রদ্ধাকে বিয়ে করছেন প্রভাস!

প্রকাশিত : ০১:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮

সব গুঞ্জন উড়িয়ে পাত্রী বেছে নিলেন প্রভাস। তবে নার্গাজুনের মেয়ে ও অানুশকা শেট্টির কথাও তালিকাও ছিল। সব উগড়ে এবার প্রভাসের ‘সাহো’ ছবিতে শ্রদ্ধা কাপুরকে বেছে নিলেন। তাই ধীরে ধীরে দানা বাঁধছে শ্রদ্ধা কাপুরকে ঘিরে। সেই গুঞ্জনেই এবার বারুদ দিলেন খোদ শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর। তবে সোজাসুজি নয়, হালকা করে ইশারা দিলেন শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে।

সম্প্রতি এক অনুষ্ঠানে শক্তি কাপুর জানান, শ্রদ্ধা আপাতত ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছে। তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই। তবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি। শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নেবে।

প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ‘সাহো’র শুটিং ফ্লোর থেকেই। তবে এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা প্রভাস কেউই।