সাতকানিয়া কেরানিহাটের রাস্তার মাথা শাহ্ মজিদিয়া ভাত ঘরের সামনে র্যাব ১৫ অভিযান চালিয়ে জাল নোটসহ দুজনকে গ্রেফতার করে ।
জানা যায়, বুধবার দুপুর ৩টায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রাস্তার মাথা জাল নোট কেনা বেচার জন্য একটি সিএনজি সহ অবস্থান করে তারা, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব১৫ উক্ত স্থানে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় র্যাব তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ শেখ আহাম্মদ (৩৫) ও আব্দুল খালেক (৩২)। গ্রেফতারকৃত আসামিদের তল্লাশি করলে তাদের হাতে থাকা পলিথিনের মধ্যে মোড়ানো অবস্থায় বাংলাদেশের প্রচলিত মুদ্রার ন্যায় জাল নোট ৫০০ ও ১০০০ টাকার সর্বমোট ৫ লক্ষ ১২ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ সময় আসামীরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল বলে শিকার করে, ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনে এজাহার দায়ের করা হয়। আসামিদেরকে পরবর্তীতে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।




















