‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সিনেমায় অভিনয়ের সূত্রেই পরস্পরের কাছাকাছি আসা। এরপর থেকেই আলিয়া যেখানে, রণবীরও সেখানে।
শুধু তাই নয়, সোনম কাপুরের বিয়ে এবং সংবর্ধনা অনুষ্ঠানে দু’জনে হাত ধরে উপস্থিত হয়েছিলেন আলিয়া-রণবীর। আর বলিউডে কান পাতলে এখন তাদের প্রেমের গল্পই শোনা যায়।
এরই মধ্যে আলিয়া ও রণবীরের মায়ের কর্মকাণ্ড যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। সম্প্রতি মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মা সোনি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানান আলিয়া। সেই ছবিতে কমেন্ট করেন রণবীরের মা নীতু সিং। নীতুর কমেন্ট দেখে সকলের ধারণা, আলিয়া শুধু তার ছেলে রণবীরেরই নয়, তার নিজেরও পছন্দের।
এর আগে বুলগেরিয়াতে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং চলাকালে আলিয়ার জন্মদিন পালন করা হয়। সেই জন্মদিন পার্টিতে রণবীর তো ছিলেনই, পাশাপাশি বুলগেরিয়া উড়ে যান রণবীরের মা নীতুও। আলিয়ার সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন নীতু সিং। এ থেকে সমালোচকদের ধারণা, রণবীর-আলিয়ার প্রেমে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে নীতু সিংয়েরও। সূত্র: ডিএনএ


























