মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামের বিরোধি জমির সয়াবিন লুট করার অভিযোগ রাজিব হোসেন গোল্দারের নেতৃত্বে। অভিযোগকারী জমি ও ফসলের মালিক দাবীদার হাজেরা বেগম বলেন তার সাথে ১ একর ৬৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে একই বাড়ির রাজিব হোসেন গোল্দার ও আবুল হোসেন এর সাথে। বিরোধী জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ওই বিরোধী জমিতে গত ১১মে সকাল আনুমানিক ৮ টার সময় আমার ফলানো সয়াবিন প্রতিপক্ষরা জোড়পুর্বক কেটে নিয়ে যাওয়ার সময় আমি বাঁধা দিলে আমাকে মারধর করে শরীরের বিভিন্ন অংশে নীলা ফোলা জখম করেন। এই ঘটনায় আহত হাজেরা বেগম বাদী গত ১৩ মে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয় আবুল হোসেন ও তার ছেলে রাজিব হোসেন গোল্দারকে। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুটে নেয়া সয়াবিনগুলো উদ্ধার করে স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রেখে আসেন। পুলিশ ও ক্ষতিগ্রস্থ নারী জানান, উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তর গ্রামের কৃষানি হাজেরা বেগম ১ একর ৬৭ শতাংশ জমিতে এ বছর সয়াবিন চাষ করেন। ওই জমিতে ভালো আবাদ হয়েছে। জমিটির মালিকানার দাবি করে একই এলাকার রাজিব হোসেন ও আবুল হোসেনের নেতৃত্বে একদল লাঠিয়াল ফসলের ক্ষেতে যান। এসময় ক্ষেতের পাকা সয়াবিন তুলে নিয়ে যান।
হাজেরা বেগম গণমাধ্যমকে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান এবং আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। আদালতের নিষেজ্ঞা তোয়াক্কা না করে আমার প্রতিপক্ষরা লোকজন নিয়ে আমার জমি থেকে পাকা সয়াবিন কেটে নিয়ে গেছেন। তাদের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এস আই মোঃ মুশফিকুর রহমান বলেন, তদন্ত চলছে অভিযোগের সততা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জে জমি দখলের পায়তারা এবং সয়াবিন লুট করার অভিযোগ
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মোঃ তাজেম আলী - প্রকাশিত : ০৮:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- 62
ট্যাগ :
জনপ্রিয়




















