০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বরগুনায় ডিবির অভিযানে অপহরণ ও মাদক কারবারি সহ গ্রেপ্তার ৬

বরগুনা শহরে ডিবির কিশোর গ‍্যাং ও মাদক নির্মূল অভিযানে পৃথক ভাবে ইয়াবা ও গাঁজা সহ ৪ জন ও এক কলেজ ছাত্রকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করার ঘটনায় কিশোর গ‍্যাং গ্রুপ হোতা বাপ্পীর দুই সদস‍্যকে গ্রেপ্তার করেছে বরগুনা ডিবি পুলিশ।

 

জানাগেছে গত তিন দিন পূর্বে চালিতাতলী এলকায়া বাপ্পী ও তার সহযোগীরা মার্বেল খেলতে ছিল। এ সময় সজীব মটরসাইকেল চালিয়ে যাওয়ার কারণে সজিবের মটরসাইকেল গতিরোধ করে মুখ থেকে থুতু কচুপাতার উপর রেখে তা আবার খাওয়ায়। এই ঘটনার প্রতিবাদ করে সজীবের চাচাতো ভাই বাবুল। বাবুল প্রতিবাদ করার কারণেই বাবুলকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে কিশোর গ‍্যাং হোতা বাপ্পী।

উল্লেখ্য যে,বরগুনার কিশোর গ‍্যাং হোতা বাপ্পি গতকাল সন্ধ্যায় ক্রোক স্লুইজ গেইট এলাকা থেকে ডিএন কলেজ ছাত্র বাবুল হোসেন কে চাকু দেখিয়ে অপহরণ করে তার ভাইয়ের নিকট পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। ভাই রিপন বরগুনা ডিবিকে জানালে ডিবির উপ পরিদর্শক জাহিদ মিয়ার নেতৃত্বে সহকারী পরিদর্শক রুবেল হাওলাদার সহ অভিযান চালিয়ে বাপ্পী গ্রুপের দুই সদস‍্য কে ঘটনাস্হল থেকে গ্রেপ্তার করে। এসময় বাপ্পী ও তার সহযোগী হাসিব সহ অন‍্য একজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন , হেউলিবুনিয়া গ্রামের সিয়াম (১৬) ও জাহিদ (১৯) এদেরকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার করা হয়। নাটপট্টি লেকপারের মৃত ফনি ভূশন করমকারের ছেলে কৃষ্ণ কর্মকার (৩০) ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট কলেজ রোডের বাসিন্দা শ্যামল কর্মকারের ছেলে তন্ময় কর্মকার(২৫) মুসলিম পাড়ার আঃ রব মিয়ার ছেলে ইউনুস চৌধুরী নোমান (২৬) আমতলার পাড়ের গোলাম সরোয়ারের ছেলে মোঃ তরিকুল ইসলাম(২৬) এদেরকে ২৫ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা, বরগুনা’র অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান করে পরিচালনা করে মাদক সহ চার জনকে গ্রেপ্তার ও অপহরণের পরে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে বরগুনা সদর থানার মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

বিগত সময়ে সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরায়: ডা. শফিকুর রহমান

বরগুনায় ডিবির অভিযানে অপহরণ ও মাদক কারবারি সহ গ্রেপ্তার ৬

প্রকাশিত : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

বরগুনা শহরে ডিবির কিশোর গ‍্যাং ও মাদক নির্মূল অভিযানে পৃথক ভাবে ইয়াবা ও গাঁজা সহ ৪ জন ও এক কলেজ ছাত্রকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করার ঘটনায় কিশোর গ‍্যাং গ্রুপ হোতা বাপ্পীর দুই সদস‍্যকে গ্রেপ্তার করেছে বরগুনা ডিবি পুলিশ।

 

জানাগেছে গত তিন দিন পূর্বে চালিতাতলী এলকায়া বাপ্পী ও তার সহযোগীরা মার্বেল খেলতে ছিল। এ সময় সজীব মটরসাইকেল চালিয়ে যাওয়ার কারণে সজিবের মটরসাইকেল গতিরোধ করে মুখ থেকে থুতু কচুপাতার উপর রেখে তা আবার খাওয়ায়। এই ঘটনার প্রতিবাদ করে সজীবের চাচাতো ভাই বাবুল। বাবুল প্রতিবাদ করার কারণেই বাবুলকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে কিশোর গ‍্যাং হোতা বাপ্পী।

উল্লেখ্য যে,বরগুনার কিশোর গ‍্যাং হোতা বাপ্পি গতকাল সন্ধ্যায় ক্রোক স্লুইজ গেইট এলাকা থেকে ডিএন কলেজ ছাত্র বাবুল হোসেন কে চাকু দেখিয়ে অপহরণ করে তার ভাইয়ের নিকট পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। ভাই রিপন বরগুনা ডিবিকে জানালে ডিবির উপ পরিদর্শক জাহিদ মিয়ার নেতৃত্বে সহকারী পরিদর্শক রুবেল হাওলাদার সহ অভিযান চালিয়ে বাপ্পী গ্রুপের দুই সদস‍্য কে ঘটনাস্হল থেকে গ্রেপ্তার করে। এসময় বাপ্পী ও তার সহযোগী হাসিব সহ অন‍্য একজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন , হেউলিবুনিয়া গ্রামের সিয়াম (১৬) ও জাহিদ (১৯) এদেরকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার করা হয়। নাটপট্টি লেকপারের মৃত ফনি ভূশন করমকারের ছেলে কৃষ্ণ কর্মকার (৩০) ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট কলেজ রোডের বাসিন্দা শ্যামল কর্মকারের ছেলে তন্ময় কর্মকার(২৫) মুসলিম পাড়ার আঃ রব মিয়ার ছেলে ইউনুস চৌধুরী নোমান (২৬) আমতলার পাড়ের গোলাম সরোয়ারের ছেলে মোঃ তরিকুল ইসলাম(২৬) এদেরকে ২৫ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা, বরগুনা’র অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান করে পরিচালনা করে মাদক সহ চার জনকে গ্রেপ্তার ও অপহরণের পরে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে বরগুনা সদর থানার মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh