বরগুনা জেলার পাথরঘাটা থেকে ৩ কেজি গাঁজা সহ মোঃ আল আমিন ও সনিয়া নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
সোমবার (২২ মে)সকালে বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে উক্ত এলাকা হতে মাদক পাচারকালে ৩ কেজি গাঁজা ও ০২ টি মোবাইল ফোন সহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পাথরঘাটা পৌরসভার ০৫ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ খলিল খাঁ এর ছেলে আলামীন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বাসিন্দা মৃত মাসুম এর মেয়ে মোসা: সোনিয়া।
বরগুনা কোস্ট গার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম মাহবুবুর রহমানের বলেন, দীর্ঘদিন যাবত তারা এর সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জব্দকৃত আলামত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।