জমকালো আয়োজনে উদ্বোধন হলো রাজধানীর কলাবাগানে উইমেন’স ডলস’ বিউটি লঞ্জ-এর নতুন ব্রাঞ্চ। বৃহস্পতিবার (০৮ জুন) রাতে সু-বিশাল এই ব্রাঞ্চটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা দীঘি, সংগীতশিল্পী কনা, লিজা, ইভান শাহারিয়ারসহ আমন্ত্রিত বিউটি এক্সপার্ট ও বিভিন্ন শ্রেণীর মডেলরা।
অনুষ্ঠানে অতিথিরা উইমেন’স ডলস’ এর নতুন ব্রাঞ্চ ঘুরে দেখে প্রশংসা করেন। চিত্রনায়িকা অপুবিশ্বাস বলেন, ‘নারীদের সৌন্দর্য বর্ধনে আধুনিক এমন পার্লার খুবই দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি উইমেন’স ডলস’ বিউটি লঞ্জ-এর কর্ণধার তানিয়া আফরিন আপাকে। তার সুন্দর চিস্তা নারীদের আরো সুন্দর করে তুলবে। উইমেন’স ডলস’-র ১২ বছর সেলিব্রেশন স্বার্থক হোক, শুভ কামনা করছি’।
উইমেন’স ডলস’ বিউটি লঞ্জ-এর কর্ণধার তানিয়া আফরিন বলেন, নারীদের সৌন্দর্য সেবায় সূলভমূল্যে, নিরিবিলি, সুবিশাল এই ব্রান্সে সেবা নিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আধুনিক মানসম্পন্ন সেবা দিতে সবসময় প্রস্তুত।

























