মুসলিমদের সিয়াম সাধনার মাস মাহে রমজান শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে মাসব্যাপী প্রচার শুরু হয়েছে ইসলামীসহ বিভিন্ন অনুষ্ঠান। বেসরকারি চ্যানেল এটিএন বাংলা এ রকম অনুষ্ঠানগুলোকে ‘মোবারক হো মাহে রমজান’ শিরোনামে দুটি ভাগে প্রচার করছে।
ইফতারিকে সামনে রেখে প্রতিদিন দুপুর ৩.১০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বসুন্ধরা তারকাদের রান্নাঘর’। অনুষ্ঠানটি প্রথম রোজা থেকে শুরু করে চলবে ঈদের আগের দিন পর্যন্ত। এই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে ফোক সম্রাজ্ঞী মমতাজ ও চিত্রনায়িকা মৌসুমীকে।
সমাজের অবহেলিত অসহায়, বৃদ্ধ-বৃদ্ধা, অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত এ অনুষ্ঠানে এই দুজন শিল্পী অতিথি হিসেবে থাকবেন। অনুষ্ঠানে অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হবে ঈদ উপহার।
রমজান উপলক্ষে ৩০ পর্বের ধারাবাহিক এ অনুষ্ঠানটি নির্মাণ করছেন অনন্যা রুমা। উপস্থাপনা করছেন জান্নাতুল পিয়া। চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট এটি প্রযোজনা করেছে।


























