বলিউড অভিনেত্রী সানি লিওন রীতিমতো অবাক করলেন। তিনি নাকি আর চুম্বন দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন না। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।
সম্প্রতি সাবেক এই পর্ণো তারকা এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খোলামেলা অভিনয় এবং ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ে সব সময়ই পারদর্শী সানি।
বর্তমানে একটি ছবির শুটিং করছেন তিনি। তাকে বলা হয়েছিলো একাধিক চুম্বন দৃশ্যে কাজ করার জন্য। কিন্তু রাজী হননি সানি। চুম্বন দৃশ্য করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে সানির এই সিদ্ধান্ত কেন? বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
সানি বলেন, আমি এই সময়ে আর চুম্বন দৃশ্য করতে চাই না। আমি আসলে কমফোর্টেবল না। তবে কেন কমফোর্টেবল না সেটা আমি নিজেও জানি না। আমি যে কাজটি সাবলীলভাবে করতে পারবো না সেটা করতে যাবো কেন! সুতরাং সিদ্ধান্ত নিয়েছি আর চুম্বন দৃশ্যে কাজ করবো না। আর বাকি সব দৃশ্য করতে আমার আপত্তি নেই।
সানির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বলিউডবাসী। অনলাইনেও হঠাৎ সানির এমন সিদ্ধান্তের বিষয়টি চর্চিত হচ্ছে।


























