ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খান-শ্রাবন্তী-পায়েল সরকার অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। এর মধ্যে শনিবার বিকাল সাড়ে ৫টায় প্রকাশ হয়েছে ‘ভাইজান এলো রে’ ছবির ট্রেলার। একদিন না পার হতেই ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারটি ৫ লাখ ২৭ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালকও ছিলেন তিনি। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। একজনকে দেখা যায় পালিয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন। অন্যজন বুক চিতিয়ে সামনের দিকে যাচ্ছেন।

‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।


























