আধুনিক সাজ পোশাক ও আইটেম গানের খোলামেলা অবতারে এতদিন দেখা গেছে সানি লিওনকে। সাবেক পর্ন অভিনেত্রীর তকমা মুছতে কম কসরত করছেন না তিনি। বড় বড় তারকাদের সঙ্গে পর্দা ভাগাভাগি করার পর এবার তিনি দক্ষিণের সিনেমায় অভিনয় করলেন। এই সিনেমায় তিনি নতুন লুকে দর্শককে চমক দেখাবেন।
গোটা দুনিয়ার নিন্দুকদের মোক্ষম জবাব দিতেই সানি লিওন বদলে ফেললেন নিজের রূপ। তার প্রথম তামিল সিনেমা ‘ভীরমাদেবী’র জন্য একেবারেই অন্য রূপে দেখা যাবে সানিকে। হাতে তলোয়ার, কপালে সিদূরের টিপ ও কাজলমাখা চোখে সানির এক অদ্ভুত চাহনি। এই রূপ বদলের লুকটিই সানি শেয়ার করেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
এরপর প্রকাশ পেলো সানির সিনেমার প্রথম পোস্টার। সেখানে সেখা গেল সাদা ঘোড়ার ওপর বসে যোদ্ধা বেশে নায়িকা। আইটেম গানের নায়িকার আবেদনের লেস মাত্র নেই। বরং চোখ দিয়ে ঠিকরে বেড়োচ্ছে হিংস্রতা ও বিদ্রোহ। চেহারায় নমনীয়তার বদলে এসেছে কঠোরতা। কোমরে ঝুলছে তলোয়াড়। পেছনে সেনার দল।
সানি লিওন তার টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন যোদ্ধা ‘ভীরমাদেবী’র পোস্টারটি। এই সিনেমার জন্য ঘোড়সওয়ারি থেকে যুদ্ধের নানা কৌশল রপ্ত করছেন অভিনেত্রী। চিত্রনাট্য অনুসারে এক রাজকুমারী বীর যোদ্ধা রূপে পর্দায় আসবেন তিনি।
পরিচালক ভিসি ভারিভুদাইয়ান পরিচালিত পিরিয়ড ড্রামাটিতে সানির বিপরীতে থাকছেন নবদীপ। আপাতত চলছে সিনেমার শুটিং। চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে সানি লিওন অভিনীত সিনেমাটি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


























