ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বারার শীর্ষে রয়েছে অ্যাডভেন্ট ফার্মালিমিটেড। রোববার শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী,শেয়ারটি রোববার সর্বশেষ ৪১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
এদিন কোম্পানিটি ৩ হাজার ৭২৫ বারে ২৫ লাখ শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৩ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাছি ফুটওয়্যার লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। রোববার কোম্পানিটি সর্বশেষ ৭১ টাকা দরে লেনদেন হয়।
২ হাজার ১২০ বারে কোম্পানিটি ১৫ লাখ ৩৩ হাজার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬০ লাখ টাকা টাকা। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনট্রাকো রিফিউলিং স্টেশন, রহিম টেক্সটাইল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কেপিসিএল, এইচ আর টেক্সটাইল এবং গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।

























