বার্ষিক পরীক্ষার ফলাফল, উপস্থিতির শতকরা হার, সংগীত দক্ষতাসহ ১১টি বিষয়ে প্রথম হওয়ায় মধ্য দিয়ে দেশ সেরা শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে টাঙ্গাইলের সাবাহ বিনতে বায়েজীদ। শিক্ষা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৯ জুন ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ড. দিপু মনির কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করে সে। সাবাহ বিনতে বায়েজীদসহ আরও পাঁচ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে জাতীয় পুরস্কার অর্জন করেছে।
সাবাহ বিনতে বায়েজীদ টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ হোসেনের মেয়ে। ২০০৯ সালের ৩রা এপ্রিল জামালপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করে। বাবার চাকরির সুবাদে ২০১১ সন হতে টাঙ্গাইল জেলায় বসবাস করছে।
সাবাহ বিনতে বায়েজীদ ২০১৮ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএসহ টেলেন্টপুলে স্কলারশিপ পেয়েছে। সে স্বল্প সময়ের মধ্যে নিজ মেধা ও সৃজনশীলতার দ্বারা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে সক্ষম হয়েছে। সে আবৃত্তি, চিত্রাংকন, অভিনয়, বিতর্ক, বক্তৃতা উপস্থাপনায অত্যন্ত পারদর্শী। ২০১৯ সালে আবৃত্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পুরস্কার লাভ করেছে। এছাড়া বিভাগীয় পর্যায়ে দুইবার প্রথম স্থানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার লাভ করেছে। ২০১৯ সালে বাংলাদেশ তুর্কি ফ্রেন্ডসশীপ আর্ট কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করে। এর স্বীকৃতি স্বরূপ তুরস্ক সরকারের আমন্ত্রণে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চিলড্রেন ফেস্টিভালে অংশগ্রহণ করে দেশের মুখ উজ্জ্বল করেছে। এছাড়া এস এম সুলতান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে বিবেচিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি হতে প্রকাশিত ক্যালেন্ডারে তার অংকিত চিত্র স্থান পেয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘আমার মুজিব’ শিরোনামে চিত্রাংকন ও ১০০ শব্দের রচনা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা ১০০ রচনা চিত্রাংকন নিয়ে পুস্তক প্রকাশ করা হচ্ছে, যেখানে সাবাহ বিনতে বায়েজীদ-এর রচনা ও চিত্রাংকন স্থান পেয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ বাংলা কবিতা আবৃত্তি বিষয়ে আঞ্চলিক পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুজিব শতবর্ষের নিবেদন ‘সোনার মানুষ, মাটির মানুষ’ নাটকে আদুরী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে। আবৃত্তি, অভিনয় ও চিত্রাংকনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি হতে মঞ্চকুঁড়িপদক লাভ করেছে। তাৎক্ষণিক অভিনয়ে ময়মনসিংহ অঞ্চলে প্রথম স্থান ও ঢাকা বিভাগে দুই বার দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক নাটিকা ‘কচি পাতার কান্না’ এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছে। বাংলাদেশ ডিবেট ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত একক বিতর্ক প্রতিযোগিতায় জেলায় প্রথম স্থান লাভ করেছে। এছাড়া বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে এ যাবত প্রায় দুই শতাধিক পুরস্কার লাভ করেছে। তার প্রিয় শখ চিত্রাংকন, গান শোনা ও বই পড়া। এ বছর একুশে বই মেলায় তার লেখা ও আঁকা ‘ছড়া ছবিতে বাংলাদেশ’ বই প্রকাশিত হয়েছে। একজন সত্যিকারের মানুষরূপে বড় হয়ে সে দেশের ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায়।
সাবাহ বিনতে বায়েজীদ তাৎক্ষনিক অভিনয়ে তৃতীয় স্থান অর্জন করে। সাবাহ বিনতে বায়েজীদ ছাড়াও জাতীয় পর্যায়ে জারি গানে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী হৃদিতা কর্মকার ¯েœহা ও তার দল প্রথম স্থান অর্জন করেছে। উচ্চাঙ্গ সঙ্গীতে কুমুদিনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়সী চক্রবর্তী তৃতীয় স্থান অর্জন করে। লোকনৃত্যে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ইসরাত বিনতে ইউসুফ দ্বিতীয় স্থান অর্জন করে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























