০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বলিউডে ম্যাডাম ফুলির ‘সফর’

বাংলাদেশি অভিনেত্রী সিমলা। তিনি ম্যাডাম ফুলি নামেই পরিচিতি পেয়েছেন। এবার তিনি ‘সফর’ নামের একটি হিন্দি ছবিতে কাজ করছেন। ছবিতে তার বিপরীতিতে থাকছেন নায়ক মডেল ও বলিউড অভিনেতা জস আরোরা।

‘সফর’ ছবিটি পরিচালনা করছেন অর্পন রায় চৌধুরী। এ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। এর আগে স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেছেন এ নির্মাতা।

‘সফর’ ছবিটিতে কাজ করার জন্য তিন মাস ধরে হিন্দি শিখেছেন সিমলা। গত ১৯ মে মুম্বাইয়ে ছবির শুটিং শুরু হয়। ছবিটি প্রযোজনা করছে কলকাতার কিংস এন্টারপ্রাইজ।

ট্যাগ :
জনপ্রিয়

বলিউডে ম্যাডাম ফুলির ‘সফর’

প্রকাশিত : ১০:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮

বাংলাদেশি অভিনেত্রী সিমলা। তিনি ম্যাডাম ফুলি নামেই পরিচিতি পেয়েছেন। এবার তিনি ‘সফর’ নামের একটি হিন্দি ছবিতে কাজ করছেন। ছবিতে তার বিপরীতিতে থাকছেন নায়ক মডেল ও বলিউড অভিনেতা জস আরোরা।

‘সফর’ ছবিটি পরিচালনা করছেন অর্পন রায় চৌধুরী। এ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। এর আগে স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেছেন এ নির্মাতা।

‘সফর’ ছবিটিতে কাজ করার জন্য তিন মাস ধরে হিন্দি শিখেছেন সিমলা। গত ১৯ মে মুম্বাইয়ে ছবির শুটিং শুরু হয়। ছবিটি প্রযোজনা করছে কলকাতার কিংস এন্টারপ্রাইজ।