০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

কেন আরব্য পোশাকে তারা?

ছোট পর্দার অভিনেতা আদনান ফারুক হিল্লোল। নাটকের পাশাপাশি ব্যস্ত থাকেন দেশ-বিদেশের রেসিপি অন্বেষণে। নতুন নতুন স্বাদের খোঁজে ছুটে যান বিশ্বের এখানে-ওখানে। পৃথিবীর বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরে খাবারের স্বাদ ও অন্দরসজ্জার ফিরিস্তি বর্ণনা করেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। মাঝেমধ্যেই তার সঙ্গী হন সহধর্মিণী নওশীন।

তারই ধারাবাহিকতায় হিল্লোলের ফেসবুক প্যাজে পাওয়া গেল ব্যতিক্রম ঘরানার একটি স্থিরচিত্র। সেখানে হিল্লোল ও নওশীনকে দেখা গিয়েছে আরব্য সাজে। সাদা আলখাল্লায় হিল্লোল আর সুরার পাত্র হাতে নওশীন।

ছবিটির রহস্য জানতে যোগাযোগ করেছিল হিল্লোলের সঙ্গে। তিনি বলেন, ‘দুবাইতে ফুড ট্রিপে গিয়েছিলাম। সেখানে আমরা অনেকগুলো শুট করেছি। তার মধ্যে একটা শুটের নাম ছিল “ডেজার্ট সাফারি”। সাফারিতে উটের পিঠে চড়ার একটি অভিজ্ঞতা হয়েছে। জুব্বা পরে ফটোশুট করেছি। বার-বি-কিউ ডিনার করেছি। এই সবকিছু মিলিয়ে একটি ভিডিও তৈরি করেছি আমরা। সেটা করার সময়ই ওই স্টিল ছবিটি তুলেছিলাম, সেটাই ফেসবুকে আপ করেছি।’

অভিনেতা হিল্লোল আরও জানান, গত ৯ থেকে ১৯ মে পর্যন্ত দুবাইতে ছিলেন তারা। সেখানকার ভিডিওটি তার চ্যানেলে আপ করা হবে ২০ জুনের পর। হিল্লোলের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেখতে এখানে ক্লিক করুন।

ট্যাগ :
জনপ্রিয়

কেন আরব্য পোশাকে তারা?

প্রকাশিত : ১০:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮

ছোট পর্দার অভিনেতা আদনান ফারুক হিল্লোল। নাটকের পাশাপাশি ব্যস্ত থাকেন দেশ-বিদেশের রেসিপি অন্বেষণে। নতুন নতুন স্বাদের খোঁজে ছুটে যান বিশ্বের এখানে-ওখানে। পৃথিবীর বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরে খাবারের স্বাদ ও অন্দরসজ্জার ফিরিস্তি বর্ণনা করেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। মাঝেমধ্যেই তার সঙ্গী হন সহধর্মিণী নওশীন।

তারই ধারাবাহিকতায় হিল্লোলের ফেসবুক প্যাজে পাওয়া গেল ব্যতিক্রম ঘরানার একটি স্থিরচিত্র। সেখানে হিল্লোল ও নওশীনকে দেখা গিয়েছে আরব্য সাজে। সাদা আলখাল্লায় হিল্লোল আর সুরার পাত্র হাতে নওশীন।

ছবিটির রহস্য জানতে যোগাযোগ করেছিল হিল্লোলের সঙ্গে। তিনি বলেন, ‘দুবাইতে ফুড ট্রিপে গিয়েছিলাম। সেখানে আমরা অনেকগুলো শুট করেছি। তার মধ্যে একটা শুটের নাম ছিল “ডেজার্ট সাফারি”। সাফারিতে উটের পিঠে চড়ার একটি অভিজ্ঞতা হয়েছে। জুব্বা পরে ফটোশুট করেছি। বার-বি-কিউ ডিনার করেছি। এই সবকিছু মিলিয়ে একটি ভিডিও তৈরি করেছি আমরা। সেটা করার সময়ই ওই স্টিল ছবিটি তুলেছিলাম, সেটাই ফেসবুকে আপ করেছি।’

অভিনেতা হিল্লোল আরও জানান, গত ৯ থেকে ১৯ মে পর্যন্ত দুবাইতে ছিলেন তারা। সেখানকার ভিডিওটি তার চ্যানেলে আপ করা হবে ২০ জুনের পর। হিল্লোলের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেখতে এখানে ক্লিক করুন।