ঈদে আসছে বৃন্দাবন দাসের রচনায় নাটক ‘হাটফেল ফয়েজ’। ঈদের দিন থেকে সাত পর্বের নাটকটি আরটিভিতে টানা সাত দিন প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মিলন ভট্টাচার্য।
মিলন ভট্টাচার্য বলেন, ‘এটি গ্রামের সাধারণ মানুষদের জীবন যাত্রা নিয়ে নির্মিত একটি নাটক। পুরো নাটকটি পুবাইলে শুট করা হয়েছে। শুটিং হয়েছে এ মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত।’
নাটকে অভিনয় করেছেন, অপর্ণা ঘোষ, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, আহসানুল হক, শিখা মৌসহ আরও অনেকে। নাটকের একটি চরিত্রে নির্মাতা মিলন ভট্টাচার্যও অভিনয় করেছেন।
অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘আমি মূলত অভিনয় করি না, তবুও কেন যেন এ নাটকে অভিনয় করতে মন চাইল তাই করলাম।’


























