দর্শক বিগত বেশ কয়েকবছর যাবত নির্মাণেই বেশি পাচ্ছেন সালাহ উদ্দিন লাভলুকে। মাঝে মধ্যে শুধু ঈদেই তাকে হাতেগোনা কয়েকটি নাটকে দেখা যায়। তবে এবারের ঈদে নির্মাণের চেয়ে বেশি অভিনয়েই দেখা যাবে বলে তিনি জানিয়েছেন।
এবারের ঈদের জন্য লাভলু এরইমধ্যে নির্মাণ কাজ শেষ করেছেন বাংলাভিশনের জন্য সাত পর্বের ধারাবাহিক নাটক ‘চিরকুমার মনে মনে’, চ্যানেল আইতে প্রচারের জন্য টেলিফিল্ম ‘ফেসবুকে বিবাহ’ এবং এনটিভিতে প্রচারের জন্য ‘বুকের ভেতর নূপুর বাজে’।
আগামী ঈদের জন্য মারুফ মিঠুর নির্দেশনায় দুটি নাটকে অভিনয় করবেন লাভলু। এরমধ্যে গতকাল তিনি শেষ করেছেন মিঠুর নির্দেশনায় ‘পাত্রী চাই না’ নাটকের কাজ। শিগগিরই একই পরিচালকের নির্দেশনায় তিনি আরো একটি নাটকের কাজ করবেন।
এছাড়া তিনি আগামী ঈদের জন্য রাজীব রসূল, দেবাশীষ বড়ুয়া দীপ, তাইফুজ্জামান আশিক, ইশতিয়াক রুমেল, নাঈম আহমেদ, মঞ্জুরুল হাসান মিলনের নির্দেশনায় ধারাবাহিক ও খণ্ড নাটক এবং টেলিফিল্মে অভিনয় করবেন। প্রতিটি নাটকের গল্পই তাকে কেন্দ্র করে এগিয়ে যায়।
এবারের ঈদে বেশি নাটক টেলিফিল্মে অভিনয় করা প্রসঙ্গে লাভলু বলেন, যেহেতু ঈদের অনেক আগেই আমার নির্দেশিত নাটকের কাজ শেষ হয়েছে এবং অনেক নির্মাতারই আমার সঙ্গে আগে থেকেই যোগাযোগ করছেন আমাকে নিয়ে নাটক টেলিফিল্ম নির্মাণ করবেন, তাই স্ক্রিপ্ট পড়ে পড়ে যেসব স্ক্রিপ্ট ভালো লেগেছে , সেসব কাজই করছি আমি। কিন্তু এভাবে যে এতো কাজ আমার করা হয়ে উঠবে তা বুঝতে পারিনি। যাক সবগুলো কাজ ভালোভাবে শেষ করে দিতে পারলেই নিজেকে অনেক হালকা মনে হবে। কারণ যদিও আমি অভিনয় করতে ভালোবাসি। কিন্তু তারপরও আমি যেহেতু নিয়মিত নই অভিনয়ে তাই আবার বেশি ব্যস্ত হয়ে অভিনয়টা দারুণ উপভোগ করছি আমি।
নতুন চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে লাভলু বলেন, আপাতত নতুন চলচ্চিত্র নিয়ে কোনো পরিকল্পনা নেই। তবে দর্শকের কাছ থেকে অনেক তাগিদ রয়েছে। দর্শকের সেই ভালোবাসাকে মূল্যায়ন করতে চাই।


























