দিন দিন টাঙ্গাইলে ভয়াবহ আকার ধারন করেছে ডেঙ্গু পরিস্থিতি। জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশ পরিস্কার করার আহ্বান জানিয়েছে সিলিভ সার্জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস হতে শুক্রবার পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬৫ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৭৩ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, মির্জাপুর ও মধুুপুরে চার জন করে, নাগরপুরে তিন জন, ঘাটাইল ও গোপালপুরে দুই জন করে, দেলদুয়ার, সখীপুরে এক জন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। প্রয়োজনে রাতে ঘুমানোর সময় কয়েল কিংবা মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৪:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- 83
ট্যাগ :
জনপ্রিয়





















