০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

মির্জাপুর ক্যাডে‌ট ক‌লে‌জের ৪৭ শিক্ষার্থীই পে‌য়ে‌ছে জিপিএ ৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৭ তম ব্যাচের এসএস‌সি পরীক্ষায় অংশ গ্রহণ করা সক‌লেই জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে। ক‌লে‌জ থে‌কে ৪৭ জন পরীক্ষার্থী এসএস‌সি পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে ৪৭জনই জি‌পিএ ৫ পে‌য়ে‌ছে। শুক্রবার (২৮ জুলাই) সারা‌দে‌শে এক‌যো‌গে এসএস‌সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকা‌শিত হওয়ার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত বছরও ৫০ জন পরীক্ষার্থী এসএস‌সিতে জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছিল। মির্জাপুর ক্যাডেট কলেজের ধারাবা‌হিক ফলাফ‌লে আন‌ন্দিত শিক্ষক, অ‌ভিভাবক ও শিক্ষার্থীরা।
ভাল ফলাফ‌লে শিক্ষার্থী‌দের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী, উপাধ্যক্ষ মো: কামরুজ্জামান ও অ্যাডজুট্যান্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া।
মির্জাপুর ক‌্যা‌ডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান, প্রতি বছরই এসএস‌সি পরীক্ষায় ভাল ফলাফ‌লের রেকর্ড র‌য়েছে মির্জাপু‌র ক‌্যা‌ডেট ক‌লে‌জের। এবছরও ৪৭জ‌নের সবাই জিপিএ ৫ পে‌য়ে‌ছে। গত বছরও সবাই জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছিল।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

মির্জাপুর ক্যাডে‌ট ক‌লে‌জের ৪৭ শিক্ষার্থীই পে‌য়ে‌ছে জিপিএ ৫

প্রকাশিত : ০৭:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৭ তম ব্যাচের এসএস‌সি পরীক্ষায় অংশ গ্রহণ করা সক‌লেই জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে। ক‌লে‌জ থে‌কে ৪৭ জন পরীক্ষার্থী এসএস‌সি পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে ৪৭জনই জি‌পিএ ৫ পে‌য়ে‌ছে। শুক্রবার (২৮ জুলাই) সারা‌দে‌শে এক‌যো‌গে এসএস‌সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকা‌শিত হওয়ার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত বছরও ৫০ জন পরীক্ষার্থী এসএস‌সিতে জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছিল। মির্জাপুর ক্যাডেট কলেজের ধারাবা‌হিক ফলাফ‌লে আন‌ন্দিত শিক্ষক, অ‌ভিভাবক ও শিক্ষার্থীরা।
ভাল ফলাফ‌লে শিক্ষার্থী‌দের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী, উপাধ্যক্ষ মো: কামরুজ্জামান ও অ্যাডজুট্যান্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া।
মির্জাপুর ক‌্যা‌ডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান, প্রতি বছরই এসএস‌সি পরীক্ষায় ভাল ফলাফ‌লের রেকর্ড র‌য়েছে মির্জাপু‌র ক‌্যা‌ডেট ক‌লে‌জের। এবছরও ৪৭জ‌নের সবাই জিপিএ ৫ পে‌য়ে‌ছে। গত বছরও সবাই জি‌পিএ ৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছিল।

বিজনেস বাংলাদেশ/ bh