এবারই প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ ও ছোটপর্দার নন্দিত অভিনেত্রী জেনি। সকাল আহমেদের পরিচালনায় ‘সমান্তরাল’ নাটকে অভিনয় করেছেন। গত ২১ ও ২২ মে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ জানান, একটি ছেলের দ্বিতীয় বিবাহ এবং একটি মেয়ের প্রথম বিবাহ নিয়েই মূলত নাটকটির গল্প এগিয়ে যায়। ছেলেটির একটি সন্তান থাকে। ছেলেকে ঘিরেই তার যতো ভাবনা। অন্যদিকে মেয়েটি তারমতো করে তার অধিকার আদায় করে সংসার করতে চায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সমান্তরাল’ নাটকটি। এটি রচনা করেছেন জারজিস আহমেদ। নাটকটিতে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও ভাবনা।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, নাটকটির গল্প এবং যথারীতি সকাল আহমেদ’র নির্মাণশৈলী বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালোলাগবে একটু ভিন্ন ধরনের গল্পের এই নাটকটি। জেনির সঙ্গে আমার প্রথম কাজ। জেনিও খুউব ভালো অভিনয় করেছে।
জেনি বলেন, রিয়াজ ভাই আপাদমস্তক একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা পরায়ণ। শুটিংয়ের সময় তিনি আমাকে কোনোভাবে একটুও বুঝতে দেননি যে এটা তার সঙ্গে আমার প্রথম কাজ। ভবিষ্যতে আবারো সহশিল্পী হিসেবে তাকে পেলে আমার খুব ভালোলাগবে। সকাল আহমেদ’র নির্মাণশৈলী সবসময়ই দর্শকের কাছে প্রশংসিত হয়। আশাকরছি সমান্তরালও দর্শকের কাছে অন্যরকম ভালোলাগবে।
আগামী ঈদে চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এবারের ঈদে রিয়াজকে এসএ হক অলিক, রাগিব শাহরিয়ার, সাজ্জাদ সুমনের নাটকেও দেখা যাবে। আপাতত রিয়াজ নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না। কিছুদিন আগে রিয়াজ হৃদয় নির্দেশিত ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদ’র ‘দুই দুয়ারী’, তৌকীর আহমেদ’র ‘দারুচিনি দ্বীপ’ এবং চন্দন চৌধুরীর ‘কী যাদু করিলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
জেনি এরিমধ্যে ‘ললিতা’খ্যাত পরিচালক জুয়েল মাহমুদের নির্দেশনায় সজলের বিপরীতে দশ পর্বের নাটক ‘পাঁচ শালী মাশাআল্লাহ’তে দেখা যাবে। আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে। পাশাপাশি এটিএন বাংলায় জেনি অভিনীত মারুফ মিঠু নির্দেশিত ধারাবাহিক নাটক ‘ভলিউমটা কমান’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে।


























