‘দহন’ ছবিতে মায়া চরিত্রে অভিনয় করার কথা ছিল পূর্ণিমার। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বনিবনা না হওয়ায় পূর্ণিমা ছবিটিতে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন আজমেরী হক বাঁধন। বেশ ঘটা করে সেই ঘোষণাও দেওয়া হয়।
২২ মে, মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ‘ব্যক্তিগত কারণে’ ‘দহন’ ছবিতে বাঁধন অভিনয় করছেন না। তার জায়গায় নেওয়া হবে অন্য কাউকে। এখন ছবিতে বাঁধনের জায়গায় নায়িকা পূর্ণিমার অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
এ বিষয়ে বুধবার বিকেলে পূর্ণিমা বলেন, ‘ছবিটিতে অভিনয়ের বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু চুক্তিবদ্ধ হইনি। যদিও এ ছবিতে প্রথমে আমারই কাজ করার কথা ছিল। এরপর আমি যখন না করে দিয়েছি, তারপরই তারা বাঁধনকে নিয়েছিল।
এখন দেখছি বাঁধন আবার ছবিটিতে অভিনয় করছে না। তাই ছবিটিতে অভিনয়ের প্রস্তাব ফের আমার কাছেই এসেছে। যদি কথাবার্তা চূড়ান্ত হয়, তাহলে কাজ করতে পারি।’
দহনের শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ মে থেকে। সেই অনুযায়ী প্রযোজনা প্রতিষ্ঠান সব শিল্পী ও কলাকুশলীর কাছ থেকে ১০ মে থেকে ৫ জুন পর্যন্ত শিডিউল নিয়েছিলেন। কিন্তু তারা শুটিংয়ের অনুমতি পেয়েছেন গত বৃহস্পতিবার। এ কারণে শুটিং পেছাতে হয়েছে।
শুটিং চলবে ২০ জুন পর্যন্ত। ঈদের দিন শুটিং বন্ধ থাকবে। কিন্তু ৫ জুনের পর ব্যক্তিগত কাজ আছে বলে বাঁধন ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন।
ছবিতে চলচ্চিত্রাভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছে নবাগত চিত্রনায়িকা পূজা চেরী।
রায়হান রাফী ছবিটি নির্মাণ করছেন। এর গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল


























