বয়স মাত্র ১৭ মাস। এরই মধ্যে তারকা খ্যাতিতে বাবা-মাকেও ছাড়িয়ে গেছে তৈমুর আলি খান। সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের সংসারের প্রথম সন্তান বাড়ি থেকে একটু বের হলেই তার পিছু নেন সাংবাদিকরা। আর এতে যারপরনাই রাগ করলেন কারিনা। ছবি তোলার জন্য ছেলের পিছু না নিতে কড়া ভাষায় জবাব দিলেন নায়িকা।
সম্প্রতি ডিএনএ-তে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান জানান, প্রতি মুহূর্তে যেন তৈমুরকে ক্যামেরাবন্দী করা না হয়। আর পাঁচজন শিশুর মতো তৈমুর যেন সুস্থ জীবন পায়। সেই কারণে প্রতি মুহূর্তে যাতে তাকে ক্যামেরাবন্দী করা না হয়, ফটো-শিকারিদেরকে নিজের আপত্তির কথা এভাবেই জানান কারিনা।
বাড়ি হোক কিংবা প্লে স্কুল কিংবা কোনো অনুষ্ঠান, তৈমুরকে নিয়ে পাপারাজ্জির আগ্রহের অন্ত নেই। বাড়ির ব্যালকনিতে বসে দোলনায় চড়লেও তৈমুরের সেই ছবি উঠে আসে সংবাদমাধ্যমে। তাই তৈমুরের মা বলেন, এই বয়স থেকেই তৈমুরকে যেন সব সময় ক্যামেরার ফ্ল্যাশের মধ্যে থাকতে না হয়, সেটিই চান তিনি।
মাত্র ১৭ মাস বয়সে তৈমুর যেন অন্যতম তারকা। শুধু তা-ই নয়, সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তৈমুরের ১০০টিরও বেশি ফ্যান ক্লাব রয়েছে। না চাইতেও তৈমুর বলিউডের অনেক তারকাকেই জনপ্রিয়তার নিরিখে পেছনে ফেলে দিয়েছে। আর এখানেই আপত্তি কারিনার। সূত্র: বলিউড লাইফ


























