০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

গাজীপুরে ট্রেনে ছিনতায়ের ঘটনায় গ্রেফতার ৯

গাজীপুরের ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে টঙ্গী রেলওয়ে স্টেশনে ছিনতাই ও হামলায় ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকসহ (টিটিই) বেশ কয়েকজন আহত হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) টঙ্গী রেলওয়ে স্টেশনে রাত সাড়ে ১০টায় আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) এই ঘটনাটি ঘটে।

যাত্রীরা জানায়, ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে গেলে, ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। আতঙ্কিত যাত্রীরা সে সময় আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করে, ট্রেনের মেঝেতে শুয়ে পড়ে। কয়েকজন আবার আহতও হন। সে সময় ট্রেনে থাকা ১ টিটিইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

ট্রেনের ঐ টিটিই জানান, আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। পাথর ছোড়াছুড়ি দেখে দরজা বন্ধ করে দেয়। পরে আমাকে জানালার পাশ দিয়ে ছুরি দিয়ে আঘাত করলে হাতে ক্ষত হয়।

ট্রেনের অন্য এক যাত্রী জানান, প্রাকৃতিক কাজ সারার জন্য ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড়ালে এক যাত্রী নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন সে
সময় ৩ জন ছেলে জঙ্গল থেকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। ট্রেনে ইটপাথর মারতে থাকলে অনেকেই সে সময় আহত হন।:

টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম জানান, জানতে পারি, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। কয়েকটা বগিতে ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পাওয়ার পরে ট্রেনটি স্টেশনে নিয়ে আসি। মাত্র ১০ মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ৯৯৯-এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ঐ চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরো জানান, গ্রেফতারকৃতদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ একে

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

গাজীপুরে ট্রেনে ছিনতায়ের ঘটনায় গ্রেফতার ৯

প্রকাশিত : ১২:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

গাজীপুরের ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে টঙ্গী রেলওয়ে স্টেশনে ছিনতাই ও হামলায় ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকসহ (টিটিই) বেশ কয়েকজন আহত হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) টঙ্গী রেলওয়ে স্টেশনে রাত সাড়ে ১০টায় আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) এই ঘটনাটি ঘটে।

যাত্রীরা জানায়, ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে গেলে, ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। আতঙ্কিত যাত্রীরা সে সময় আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করে, ট্রেনের মেঝেতে শুয়ে পড়ে। কয়েকজন আবার আহতও হন। সে সময় ট্রেনে থাকা ১ টিটিইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

ট্রেনের ঐ টিটিই জানান, আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। পাথর ছোড়াছুড়ি দেখে দরজা বন্ধ করে দেয়। পরে আমাকে জানালার পাশ দিয়ে ছুরি দিয়ে আঘাত করলে হাতে ক্ষত হয়।

ট্রেনের অন্য এক যাত্রী জানান, প্রাকৃতিক কাজ সারার জন্য ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড়ালে এক যাত্রী নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন সে
সময় ৩ জন ছেলে জঙ্গল থেকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। ট্রেনে ইটপাথর মারতে থাকলে অনেকেই সে সময় আহত হন।:

টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম জানান, জানতে পারি, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। কয়েকটা বগিতে ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পাওয়ার পরে ট্রেনটি স্টেশনে নিয়ে আসি। মাত্র ১০ মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ৯৯৯-এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ঐ চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরো জানান, গ্রেফতারকৃতদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ একে