১০:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

১৫ আগস্টের খুনিদের সংসদে বসিয়েছেন জিয়া: যুবলীগ সভাপতি

শেখ ফজলে শামস পরশ

১৫ আগস্টের খুনিদের জিয়াউর রহমান সংসদে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সব শহীদদের স্মরণ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

যুবলীগ সভাপতি বলেন, ১৫ আগস্ট ছিল একাত্তরের পরাজিত শক্তিদের সুপরিকল্পিত হত্যাকাণ্ড। পাকিস্তানি ধারায় রাষ্ট্র পরিচালনা করার জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। বাংলার মানুষ মনে করে, এই হত্যাকারী জিয়াউর রহমান। ১৫ আগস্টের খুনিদের তিনিই সংসদে বসিয়েছেন।

পরশ বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে ১৫ আগস্টের ঘটনায় তদন্ত কমিশন গঠন করতে হবে। কারণ, ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে অতীতের ক্ষতগুলো সম্পর্কে সবার ধারণা রাখা দরকার।

শুধু জিয়াউর রহমানই না, অনেক বিদেশি শক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে। জাতি তাদেরকে দেখতে চায় বলেও জানান যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১৫ আগস্টের খুনিদের সংসদে বসিয়েছেন জিয়া: যুবলীগ সভাপতি

প্রকাশিত : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

১৫ আগস্টের খুনিদের জিয়াউর রহমান সংসদে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সব শহীদদের স্মরণ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

যুবলীগ সভাপতি বলেন, ১৫ আগস্ট ছিল একাত্তরের পরাজিত শক্তিদের সুপরিকল্পিত হত্যাকাণ্ড। পাকিস্তানি ধারায় রাষ্ট্র পরিচালনা করার জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। বাংলার মানুষ মনে করে, এই হত্যাকারী জিয়াউর রহমান। ১৫ আগস্টের খুনিদের তিনিই সংসদে বসিয়েছেন।

পরশ বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে ১৫ আগস্টের ঘটনায় তদন্ত কমিশন গঠন করতে হবে। কারণ, ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে অতীতের ক্ষতগুলো সম্পর্কে সবার ধারণা রাখা দরকার।

শুধু জিয়াউর রহমানই না, অনেক বিদেশি শক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে। জাতি তাদেরকে দেখতে চায় বলেও জানান যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ