জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মতিন রহমান গুরুতর অসুস্থ। তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি মনতাজুর রহমান আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১১ সালের জুন মাসে মতিন রহমানের হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা করে অনেক দিন ভালো ছিলেন। আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
মনতাজুর রহমান আকবর বলেন, ‘হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন তিনি। এর আগে চেন্নাইয়ে চিকিৎসা করেছেন। গত সপ্তাহে ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে তাকে। তার সুস্থ্যতার জন্য সবাই দোয়া করবেন।’
১৯৭৩ সালে পরিচালক আজিজুর রহমানের ‘অতিথি’ ছবিতে সহকারী হিসেবে মতিন রহমান চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৮১ সালে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম ছবি ‘লাল কাজল’। প্রথম ছবিই তাকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মতিন রহমান এ পর্যন্ত ২০টির মতো ছবি নির্মাণ করেছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য, লাল কাজল, অন্ধ বিশ্বাস, তোমাকে চাই, বিয়ের ফুল, নারীর মন, স্বপ্নের বাসর, তোমাকেই খুঁজছি, রাক্ষুসী, স্বর্গ নরক, জীবনধারা, মাটির ফুল, স্নেহের বাঁধন, রাঙ্গা ভাবী, বীরাঙ্গনা সখিনা, মন মানে না, এই মন চায় যে, মহব্বত জিন্দাবাদ ইত্যাদি। সর্বশেষ ২০০৮ সালে তার পরিচালনায় মুক্তি পায় ‘তোমাকেই খুঁজছি’ ছবিটি।


























