প্রথমবারের মতো একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও নূসরাত ইমরোজ তিশা। আর্জেন্টিনার অন্ধ সমর্থক বড় ভাই। অন্যদিকে ছোট ভাই পাগল ব্রাজিলের জন্য। আবার দুই ভাইয়ের একমাত্র পছন্দ একই পাড়ার মেয়ে তিশাকে। তিশা সমর্থক জার্মানির।
কে পাবে তিশার মন? চলতে থাকে দুই ভাইয়ের মধ্যে লড়াই। এমন গল্প নিয়ে নিয়ে নির্মিত হচ্ছে সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘ফেয়ার প্লে’। ফুটবল বিশ্বকাপ নিয়ে ঈদের বিশেষ এই ধারাবাহিকে বড় ভাই চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, ছোট ভাই চরিত্রে চঞ্চল চৌধুরী ও জার্মানির সমর্থক হিসেবে দেখা যাবে তিশাকে। এর বিভিন্ন চরিত্রে আরো থাকছেন আবুল হায়াত, দিলারা জামান, রুনা খানসহ অনেকে।
বাংলাভিশন টিভি চ্যানেলের জন্য পলাশ মাহবুবের রচনায় এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। জাহিদ হাসান আর্জেন্টিনার চরিত্রটি করতে চেয়েছেন নিজে থেকেই।
পলাশ মাহবুব বলেন, আর্জেন্টিনা সমর্থকের চরিত্রটি জাহিদ ভাইয়ের কথা ভেবে লেখার চেষ্টা করেছি। জেনেছি বাস্তবে চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক এবং তিশা ব্রাজিলের।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, এটি আসলে ফুটবল কেন্দ্রিক একটি নাটক। আমরা সবাই যার যার মতো ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।
চঞ্চল বলেন, বেশ মজার এবং উপভোগ করার মতো একটি নাটক এটি। তিশা বলেন, জাহিদ ভাই এবং চঞ্চল দাদার সঙ্গে অভিনয় আমি ভীষণ উপভোগ করেছি।


























