০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

শেয়ার ব্যবসায় সুবিধা দিবে প্রযুক্তি

বিশ্বের সফলতম শেয়ার ব্যবসায়ী ওয়ারেন বাফেটের কথা সবাই জানে।কিন্তু ২০১০ সালে বাংলাদেশের পুঁজিবাজার ধসে যারা আত্মহত্যা করেছে তাদের অনেকেরই নামেই কেউ জানে না। কারণ, পৃথিবীতে যারা সফল তাদেরিই মনে রাখে সকলে। তবে, পুঁজিবাজারে সফল হতে প্রয়োজন সঠিক অ্যানালাইসিস, সঠিক সিদ্ধান্ত, পর্যাপ্ত সময় ও তার সঠিক ব্যবহার। পুঁজিবাজার হচ্ছে- তথ্য নির্ভর বিনিয়োগের সর্বোত্তম স্থান।

এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে লোকসান গুনতে হয়। বিনিয়োগকারীদের পুঁজির সর্বোচ্চ নিরাপত্তা দিতে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের নতুন কৌশল নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসফটবিডি। বিনিয়োগের বিশ্লেষণের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার আনার পর সম্প্রতি অ্যাডভান্সড অর্ডার (অফাধহপবফ ঙৎফবৎ) এবং এলগরিদমিক অর্ডার (অষমড়ৎরঃযসরপ ঙৎফবৎ) নামক নতুন দুইটি বিনিয়োগ কৌশল নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। যা এশিয়া মহাদেশে প্রথম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শুধু লেনদেন চলাকালীন সময়েই শেয়ার ও ইউনিট বাই-সেল করা যায়।

কিন্তু ‘অ্যাডভান্স অর্ডার’ বা অগ্রিম আদেশ’র মাধ্যমে আপনি ইচ্ছে করলেই আজই ১ বছর পরের কোনো বাই কিংবা সেল অর্ডার প্রদান করতে পারবেন। ইউরোপের স্টক এক্সচেঞ্জ ও সিকিউরিটিজ হাউজগুলোর বিনিয়োগকারীরা এ সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে একজন বিনিয়োগকারী যে মূল্যে শেয়ার বিক্রি করতে চায়, সেই মূল্য নির্ধারণ করে দিলেও ওই শেয়ারটি ওই মূল্যে আসলেই বাই-সেল হয়ে যাবে। শেয়ার বাই-সেলের পর তার একটি রিপোর্ট বিনিয়োগকারীর মোবাইলে মেসেজ রূপে চলে যাবে। এদিকে, এলগরিদমিক অর্ডার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যবহারের মাধ্যমে শেয়ার বাই-সেলের প্রক্রিয়া।

এ প্রক্রিয়ায় রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স(আরএসআই), মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (এমএসিডি), এক্সপেনশনাল মোবিং এভারেজ (ইএমএ) ইত্যাদি বাই/সেলের টেকনিক্যাল ইন্ডিকেটরের সহায়তায় অগ্রিম বাই-সেল দিতে পারবে বিনিয়োগকারীরা। একই প্রক্রিয়া বিনিয়োগকারী পুঁজিবাজারে কোন ঝুঁকি না নিয়েই ক্রয়-বিক্রয় করতে পারবে। কারণ, রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (আরএসআই), মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (এমএসিডি), এক্সপেনশনাল মোবিং এভারেজ (ইএমএ) ইন্ডিকেটরের মাধ্যমে বিনিয়োগকারীরা ইচ্ছে করলে সর্বনিম্ন দরে শেয়ার ক্রয় করতে পারবে।

ইকোসফট বিডির ব্যবস্থাপনা পরিচালক সরাফত আলী সুজন নতু এ সফটওয়্যার সম্পর্কে বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারী সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে বিনিয়োগ করতে পারবে। এতে বিনিয়োগকারীদের লোকসান হওয়ার কোন সম্ভবনা নেই। তিনি বলেন, পুঁজিবাজারের আপনি কিনে যদি জিততে না পারেন তবে বিক্রি করেও লাভবান হতে পারবেন না। আমাদের অ্যাডভান্সড অর্ডার এবং এলগরিদমিক অর্ডারের মাধ্যমে গ্রাহক কোনো রকমের ঝুঁকি না নিয়েই বিনিয়োগ করতে পারবে।

তবে, এ জন্য আপনাকে বাড়তি কোনো কমিশন কিংবা চার্জও দিতে হবে না। তিনি আরো বলেন, গ্রাহকরা যদি এ সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে চায় তবে, আমাদেরওয়েবসাইট ভিজিট করতে পারেন। নতুবা আমাদের ফোন দিতে পারেন (০১৭৫৪ ৩৭৯ ১২৫ ? ০২ ৯৫১৩১৪৫)।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

শেয়ার ব্যবসায় সুবিধা দিবে প্রযুক্তি

প্রকাশিত : ১১:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮

বিশ্বের সফলতম শেয়ার ব্যবসায়ী ওয়ারেন বাফেটের কথা সবাই জানে।কিন্তু ২০১০ সালে বাংলাদেশের পুঁজিবাজার ধসে যারা আত্মহত্যা করেছে তাদের অনেকেরই নামেই কেউ জানে না। কারণ, পৃথিবীতে যারা সফল তাদেরিই মনে রাখে সকলে। তবে, পুঁজিবাজারে সফল হতে প্রয়োজন সঠিক অ্যানালাইসিস, সঠিক সিদ্ধান্ত, পর্যাপ্ত সময় ও তার সঠিক ব্যবহার। পুঁজিবাজার হচ্ছে- তথ্য নির্ভর বিনিয়োগের সর্বোত্তম স্থান।

এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে লোকসান গুনতে হয়। বিনিয়োগকারীদের পুঁজির সর্বোচ্চ নিরাপত্তা দিতে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের নতুন কৌশল নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসফটবিডি। বিনিয়োগের বিশ্লেষণের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার আনার পর সম্প্রতি অ্যাডভান্সড অর্ডার (অফাধহপবফ ঙৎফবৎ) এবং এলগরিদমিক অর্ডার (অষমড়ৎরঃযসরপ ঙৎফবৎ) নামক নতুন দুইটি বিনিয়োগ কৌশল নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। যা এশিয়া মহাদেশে প্রথম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শুধু লেনদেন চলাকালীন সময়েই শেয়ার ও ইউনিট বাই-সেল করা যায়।

কিন্তু ‘অ্যাডভান্স অর্ডার’ বা অগ্রিম আদেশ’র মাধ্যমে আপনি ইচ্ছে করলেই আজই ১ বছর পরের কোনো বাই কিংবা সেল অর্ডার প্রদান করতে পারবেন। ইউরোপের স্টক এক্সচেঞ্জ ও সিকিউরিটিজ হাউজগুলোর বিনিয়োগকারীরা এ সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে একজন বিনিয়োগকারী যে মূল্যে শেয়ার বিক্রি করতে চায়, সেই মূল্য নির্ধারণ করে দিলেও ওই শেয়ারটি ওই মূল্যে আসলেই বাই-সেল হয়ে যাবে। শেয়ার বাই-সেলের পর তার একটি রিপোর্ট বিনিয়োগকারীর মোবাইলে মেসেজ রূপে চলে যাবে। এদিকে, এলগরিদমিক অর্ডার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যবহারের মাধ্যমে শেয়ার বাই-সেলের প্রক্রিয়া।

এ প্রক্রিয়ায় রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স(আরএসআই), মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (এমএসিডি), এক্সপেনশনাল মোবিং এভারেজ (ইএমএ) ইত্যাদি বাই/সেলের টেকনিক্যাল ইন্ডিকেটরের সহায়তায় অগ্রিম বাই-সেল দিতে পারবে বিনিয়োগকারীরা। একই প্রক্রিয়া বিনিয়োগকারী পুঁজিবাজারে কোন ঝুঁকি না নিয়েই ক্রয়-বিক্রয় করতে পারবে। কারণ, রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (আরএসআই), মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (এমএসিডি), এক্সপেনশনাল মোবিং এভারেজ (ইএমএ) ইন্ডিকেটরের মাধ্যমে বিনিয়োগকারীরা ইচ্ছে করলে সর্বনিম্ন দরে শেয়ার ক্রয় করতে পারবে।

ইকোসফট বিডির ব্যবস্থাপনা পরিচালক সরাফত আলী সুজন নতু এ সফটওয়্যার সম্পর্কে বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারী সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে বিনিয়োগ করতে পারবে। এতে বিনিয়োগকারীদের লোকসান হওয়ার কোন সম্ভবনা নেই। তিনি বলেন, পুঁজিবাজারের আপনি কিনে যদি জিততে না পারেন তবে বিক্রি করেও লাভবান হতে পারবেন না। আমাদের অ্যাডভান্সড অর্ডার এবং এলগরিদমিক অর্ডারের মাধ্যমে গ্রাহক কোনো রকমের ঝুঁকি না নিয়েই বিনিয়োগ করতে পারবে।

তবে, এ জন্য আপনাকে বাড়তি কোনো কমিশন কিংবা চার্জও দিতে হবে না। তিনি আরো বলেন, গ্রাহকরা যদি এ সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে চায় তবে, আমাদেরওয়েবসাইট ভিজিট করতে পারেন। নতুবা আমাদের ফোন দিতে পারেন (০১৭৫৪ ৩৭৯ ১২৫ ? ০২ ৯৫১৩১৪৫)।