মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামে প্রবাসী আবুল হোসন বেপারী স্তী রাবেয়া বেগমের বসত বাড়ি দীর্ঘটিন যাবৎ ইলেক্টিক কাজ করে আসছেন, মেহেন্দিগঞ্জ পৌরসভা ১নংওশার্ড চরহোগলা মোঃ ইউনুস হাওলাদারের ছেলে ইলেকট্রিশিয়ান মৃত আজিজ হাওলাদার। আজ বুধবার ৩০/০৮/২৩ ইং তারখে অনুমান দুপুর সাড়ে ১২টায় অবৈধ বিদুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের পিলারে ওঠে কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুতপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন আজিজুল নামের এক যুবক ৩৫। তাৎক্ষণিক সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থানে যান। টিম লিডার আলি আশ্রাফ এর নেতৃত্বে ফায়ার ফাইটার মো:আল-আমিন এবং ফায়ার ফাইটার মো:রিয়াজ মোল্লা। মৃত আজিজের মরদেহ বিদুৎতে পিলার থেকে নিচে নামানোর এর পর মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্হলে পৌছেন। এস আই হারুন , এসআই আনোয়ার হোসেন সহ সঙ্গীফোর্স লাশের সুরাতালের জন্য মেহেন্দিগঞ্জ থানা নিয়ে আসেন। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম কে মুঠোফোনে জানতেচাইলে তিনি গণমাধ্যম কর্মী জানান একটা অপমৃত্যু কোন মামলা হবে। এবিষয় পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল -০১ এজিএম মোঃহারুন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মৃত আজিজ আমাদের পল্লী বিদ্যুৎতে কোন ইলেকট্রিশিয়ান না এবং তিনি প্রবাসীর আবুল হোসেনের স্তী রাবেয়া বেগমের অবৈধ সংযোগ দেওয়া আমরা অফিসিয়াল ব্যবস্হা নিয়েছি।
০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ইলেকট্রিশিয়ান আজিজুলের অকাল মৃত্যু
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মোঃ তাজেম আলী - প্রকাশিত : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- 96
ট্যাগ :
জনপ্রিয়






















