চলচ্চিত্র অভিনেতা ওমর সানীর পৈতৃক ভিটা বরিশালের গৌরনদীতে। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকায়। বিয়ের ২২ বছরেও তাই মৌসুমীর বরিশালে যাওয়া হয়ে উঠেনি।
সম্প্রতি একটি ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে বরিশাল যেতে হয় ঢালিউডের জনপ্রিয় এ দম্পতিকে। সেই সুযোগেই এই প্রথম স্বামী সানীর সাথে শ্বশুরবাড়ির মাটিতে পা রাখলেন মৌসুমী।

ওমর সানী বলেন, আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না। এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল যাওয়া। মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল।
সানী বলেন, ‘ছোট একটা ট্যুর ছিল। তারপরও মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাকে অনেক সম্মান, ভালোবাসা দিয়েছে।


























