১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

‘খরচাপাতির গান’-এ মৌসুমী নাগ

গানের ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী নাগ। ঈদের আগেই ‘খরচাপাতির গান’ শিরোনামে একটি গানের ভিডিও নিজেদের চ্যানেলে আনছে সংগীত প্রযোজনা সংস্থা ধ্রুব মিউজিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়। গানটি রচনা করেছেন সোমেশ্বর অলি এবং সংগীত করেছেন আমজাদ হোসেন। গানে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। সেই গানের ভিডিওতেই দেখা যাবে মৌসুমী নাগকে। তিনি ছাড়াও এ গানে আরও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী লুৎফর হাসান ও তার মেয়ে দুপুর। গানের ভিডিও পরিচালনা করেছেন পিকলু চৌধুরী।

গানটি নিয়ে লুৎফর বলেন, ‘এ সময়ের নাগরিক বাস্তবতা নিয়ে লেখা গানটি। আড্ডা দিতে দিতে এর সুর তৈরি করা হয়েছে। আমি, অলি আর ফিরোজ কবির ডলার যৌথভাবে করেছি কাজটা। ভিডিওটিও ব্যতিক্রম হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ উৎসবে, ঈদের আগেই প্রকাশ হবে এর ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

গানের প্রথম দুটি লাইন হচ্ছে ‘অনেক দামি অনেক কিছু থাকে সঞ্চয়ের খাতায়, তবু এই শহরে প্রেমের মানুষ খরচা হয়ে যায়।’ শহরের যাপিত জীবনের বিভিন্ন রকমের খরচাপাতি এবং সংসার জীবনের নানান প্রাপ্তি অপ্রাপ্তির কথা নিয়ে সাজানো হয়েছে ‘খরচাপাতির গান’।

ট্যাগ :
জনপ্রিয়

‘খরচাপাতির গান’-এ মৌসুমী নাগ

প্রকাশিত : ০৯:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮

গানের ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী নাগ। ঈদের আগেই ‘খরচাপাতির গান’ শিরোনামে একটি গানের ভিডিও নিজেদের চ্যানেলে আনছে সংগীত প্রযোজনা সংস্থা ধ্রুব মিউজিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়। গানটি রচনা করেছেন সোমেশ্বর অলি এবং সংগীত করেছেন আমজাদ হোসেন। গানে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। সেই গানের ভিডিওতেই দেখা যাবে মৌসুমী নাগকে। তিনি ছাড়াও এ গানে আরও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী লুৎফর হাসান ও তার মেয়ে দুপুর। গানের ভিডিও পরিচালনা করেছেন পিকলু চৌধুরী।

গানটি নিয়ে লুৎফর বলেন, ‘এ সময়ের নাগরিক বাস্তবতা নিয়ে লেখা গানটি। আড্ডা দিতে দিতে এর সুর তৈরি করা হয়েছে। আমি, অলি আর ফিরোজ কবির ডলার যৌথভাবে করেছি কাজটা। ভিডিওটিও ব্যতিক্রম হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ উৎসবে, ঈদের আগেই প্রকাশ হবে এর ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

গানের প্রথম দুটি লাইন হচ্ছে ‘অনেক দামি অনেক কিছু থাকে সঞ্চয়ের খাতায়, তবু এই শহরে প্রেমের মানুষ খরচা হয়ে যায়।’ শহরের যাপিত জীবনের বিভিন্ন রকমের খরচাপাতি এবং সংসার জীবনের নানান প্রাপ্তি অপ্রাপ্তির কথা নিয়ে সাজানো হয়েছে ‘খরচাপাতির গান’।