ঢাকা দুপুর ২:২৮, রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মহালছড়িতে দেশীয় তৈরী চোলাই মদ সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটর সাইকেল জব্দ

মহালছড়ি থানায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী চোলাই মদ ও ০১ টি TVS ১০০ সিসি মোটর সাইকেল সহ ০২ মাদক কারবারি গ্রেফতার করেছেন মহালছড়ি থানা পুলিশ।

মাদক বর্তমান সমাজের জনজীবনের অন্যতম ত্রাস। এই ত্রাস নির্মুলের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম(বার) এর নের্তৃত্বে খাগড়াছড়ি জেলা পুলিশ নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক নির্মুলের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানায় এসআই(নিঃ)/ মোঃ আল-আমিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ (১৬সেপ্টেম্বর) রাত অনুমান ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন ০১নং মহালছড়ি সদর ইউপিস্থ ০৯নং ওয়ার্ড ২৪ মাইল পাড়া ইসিবি স্কয়ার সংলগ্ন রাঙ্গামাটি টু খাগড়াছড়ি গামি রাস্তার মহালছড়ি খালের ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ০২ মাদক কারবারি
কে ১ টি TVS মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জ্ঞান চাকমা (৫২), খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বেলক্কপাড়া এলাকার মৃত ফরলা চাকমার ছেলে
লবা চাকমা (৩২)রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার মৃত সুনু গোলা চাকমার ছেলে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল হাসান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বিধি মোতাবেক আসামীদ্বয়কে কোর্টে প্রেরন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

এ বিভাগের আরও সংবাদ