ঢাকা দুপুর ২:৫১, রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ১ ও ২ নম্বর রেললাইনের মাঝে হাঁটাহাঁটি করছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। সোমবার সকাল সারে ১১টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ১ নাম্বার প্লাটফর্মে প্রবেশ করে। ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগ মূহুর্তে পেছনের একটি বগির আগের চাকার সামনে মাথা দিয়ে শুয়ে পড়েন।

এতে ট্রেনে কাটা পড়েন তিনি। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।প্ল্যাটফর্মে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সারে এগারোটার দিকে সৈয়দপুর-রাজশাহীগামী বরেন্দ্র একপ্রেস টেনটি নাটোর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল।রেললাইনের মাঝে হাঁটাহাঁটি করছিলেন অজ্ঞাত এক ব্যক্তি।ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগ মূহুর্তে পেছনের একটি বগির আগের চাকার সামনে মাধা দিয়ে শুয়ে পড়লে ট্রেনের চাকায় কাটা পড়ে সেখানেই মৃত্যুবরণ করেন অজ্ঞাত এই ব্যক্তি।স্টেশন মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি লাইনের ওপর থেকে সরিয়ে রাখা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন বিজনেস বাংলাদেশকে জানান, আমরা তার পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের সাথে পিবিআই ও সিএইডি একটি ট্রিম ট্রেনে কাটা পড়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলাছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

এ বিভাগের আরও সংবাদ