শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ব্যান্ডেল ৬৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে। ১৯ শে সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্তবতী রানীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া গ্রাম থেকে মদ গুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম, এএস আই বিপুল রহমান, এএসআই জোবায়েল খান সঙ্গীয় পুলিশের অভিযানিক দল খাড়ামোড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৩ টি ব্যান্ডের ৬৪ বোতল মদ।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী মাদক উদ্ধারের
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















