রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা,উপজেলার রায়পুর গ্রামের দিয়ানত শেখের ছেলে আবদুল আওয়াল(২৩), সোরহাব শেখের ছেলে মো. কাছেদ শেখ(২৩) ও খাট্টাগ্রামের ইউসুফ ফকিরের ছেলে মো শাওন ফকির (১৯)।
থানা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বালিয়াকান্দি থানার এসআই মো টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকা থেকে অনুমান ৩লক্ষ টাকার ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ কাছেদ, শাওন ও আবদুল কে গ্রেপ্তার করে। এবিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।




















