০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বিয়ের পরে কেমন আছেন সোনম?

বিয়ে, হানিমুন, কান চলচ্চিত্র উৎসব, ছবির প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দের সঙ্গে দু’দণ্ড সময় কাটানোর উপায় নেই তাঁর। এই নবদম্পতিকে কখনও বিমানবন্দরে, কখনও লন্ডনের রাস্তায়, কখনও বা দিল্লিতে দেখা যাচ্ছে।

‘বীরে দি ওয়েডিং’-এর প্রচারেও তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও মন খুলেই জবাব দিচ্ছেন সোনম। বিয়ের পর স্বামী আর শ্বশুরবাড়ির জন্য নাকি সময়ই দিতে পারছেন না? ‘‘শ্বশুরবাড়ি শব্দটা আমার একদম পছন্দ নয়। আমি যখন থেকে আনন্দের সঙ্গে আছি, তখন থেকে ওর বাড়িটা আমার বাড়ি। শ্বশুরবাড়ি বলে কখনও ভাবিনি,’’ বললেন বরাবরের স্পষ্টবক্তা সোনম।

‘বীরে দি ওয়েডিং’-এর শুটিংয়ের ঠিক আগেই আনন্দের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়। আবার ছবি রিলিজ়ের ঠিক আগেই বিয়ে। সোনম অবশ্য বলছেন, ‘‘সবটাই কাকতালীয়। এগুলো পরিকল্পনা করে হয়নি। ঘটে গিয়েছে।’’

সামনে তাঁর দুটো ছবি মুক্তি পাচ্ছে। ‘সঞ্জু’ এবং ‘বীরে…’। দ্বিতীয় ছবিটি তাঁর হোম প্রোডাকশনের। বোন রিয়া ছবির অন্যতম প্রযোজক। বোনের সঙ্গে কাজ করার কি আলাদা মজা? ‘‘মিউজ়িক নিয়ে রিয়ার জ্ঞান অপরিসীম। খেয়াল করে দেখবেন ‘আয়েশা’, ‘খুবসুরত’ বা ‘বীরে…’র গানগুলো খুব ভাল। আর হ্যাঁ, রিয়ার ছবির সেটে খাবারও খুব ভাল থাকে,’’ স্বভাবসিদ্ধ ঢঙে হাসতে হাসতে বললেন সোনম।

একটু থেমে যোগ করলেন, ‘‘রিয়া আমার বোন বলে হয়তো একটু বেশিই বলছি। ও প্রযোজক হিসেবে খুব নিরপেক্ষ। অভিনেতা থেকে স্পটবয় সকলকে সমান দেখে। আর এর কৃতিত্ব আমার মা-বাবার। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে, তোমার চেয়ে ভাল কেউ নয়, কিন্তু তোমার চেয়ে কমও কেউ নয়।’’

‘বীরে দি ওয়েডিং’তে সোনমের সঙ্গে কারিনা কাপুর খান, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা রয়েছেন। ছবির প্রচারণায় এদের সঙ্গেই ব্যস্ত সময় কাটছে সোনমের।

ট্যাগ :
জনপ্রিয়

বিয়ের পরে কেমন আছেন সোনম?

প্রকাশিত : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮

বিয়ে, হানিমুন, কান চলচ্চিত্র উৎসব, ছবির প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দের সঙ্গে দু’দণ্ড সময় কাটানোর উপায় নেই তাঁর। এই নবদম্পতিকে কখনও বিমানবন্দরে, কখনও লন্ডনের রাস্তায়, কখনও বা দিল্লিতে দেখা যাচ্ছে।

‘বীরে দি ওয়েডিং’-এর প্রচারেও তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও মন খুলেই জবাব দিচ্ছেন সোনম। বিয়ের পর স্বামী আর শ্বশুরবাড়ির জন্য নাকি সময়ই দিতে পারছেন না? ‘‘শ্বশুরবাড়ি শব্দটা আমার একদম পছন্দ নয়। আমি যখন থেকে আনন্দের সঙ্গে আছি, তখন থেকে ওর বাড়িটা আমার বাড়ি। শ্বশুরবাড়ি বলে কখনও ভাবিনি,’’ বললেন বরাবরের স্পষ্টবক্তা সোনম।

‘বীরে দি ওয়েডিং’-এর শুটিংয়ের ঠিক আগেই আনন্দের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়। আবার ছবি রিলিজ়ের ঠিক আগেই বিয়ে। সোনম অবশ্য বলছেন, ‘‘সবটাই কাকতালীয়। এগুলো পরিকল্পনা করে হয়নি। ঘটে গিয়েছে।’’

সামনে তাঁর দুটো ছবি মুক্তি পাচ্ছে। ‘সঞ্জু’ এবং ‘বীরে…’। দ্বিতীয় ছবিটি তাঁর হোম প্রোডাকশনের। বোন রিয়া ছবির অন্যতম প্রযোজক। বোনের সঙ্গে কাজ করার কি আলাদা মজা? ‘‘মিউজ়িক নিয়ে রিয়ার জ্ঞান অপরিসীম। খেয়াল করে দেখবেন ‘আয়েশা’, ‘খুবসুরত’ বা ‘বীরে…’র গানগুলো খুব ভাল। আর হ্যাঁ, রিয়ার ছবির সেটে খাবারও খুব ভাল থাকে,’’ স্বভাবসিদ্ধ ঢঙে হাসতে হাসতে বললেন সোনম।

একটু থেমে যোগ করলেন, ‘‘রিয়া আমার বোন বলে হয়তো একটু বেশিই বলছি। ও প্রযোজক হিসেবে খুব নিরপেক্ষ। অভিনেতা থেকে স্পটবয় সকলকে সমান দেখে। আর এর কৃতিত্ব আমার মা-বাবার। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে, তোমার চেয়ে ভাল কেউ নয়, কিন্তু তোমার চেয়ে কমও কেউ নয়।’’

‘বীরে দি ওয়েডিং’তে সোনমের সঙ্গে কারিনা কাপুর খান, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা রয়েছেন। ছবির প্রচারণায় এদের সঙ্গেই ব্যস্ত সময় কাটছে সোনমের।